সাম্প্রতিককালে বাংলাদেশে একটি নতুন রোগ আবিষ্কৃত হয়েছে, ত্যানাপ্যাঁচারিয়াম। বিশেষজ্ঞরা বলছেন, এটি ডেলিরিয়াম রোগের পরবর্তী ধাপ। প্রপাগান্ডা আর অপপ্রচারের প্রাদুর্ভাবে এই রোগ সারাদেশে ছড়িয়ে পড়েছে।
লক্ষণ:
"আমিও যুদ্ধাপরাধীদের বিচার চাই, তবে...." এই বাক্যাংশের ব্যবহার এই রোগের সবচেয়ে বহুলপ্রাপ্য লক্ষণ বলে বিবেচিত। এই ব্যাপারে বিস্তারিত জানতে বিশেষজ্ঞের মতামত পড়ুন।
http://www.sachalayatan.com/udash/47904
কারণ:
১৯৭১এ প্রতিষেধক এর মাধ্যমে দেশ থেকে ই রোগের নির্মূল করা হয়েছিল। পরবর্তীতে প্রায় তিন যুগের রাজনৈতিক অপপ্রয়াসের কারণে জাতির প্রক্ষালিত মস্তিষ্ক এই রোগ বিস্তারের মূল কারণ বলে ধরা হয়।
প্রতিকার:
এই রোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ বাংলাদেশের তরুণ সমাজই এই রোগের প্রতিকার আবিষ্কার করেছেন। এই চিকিৎসাই করনীয় হলো রোগীকে শাহবাগের প্রজন্ম চত্বরে নিয়ে আসতে হবে, রোগের তীব্রতার সমানুপাতের পরিমাণ সময় ঐখানে অবস্থান করতে হবে। অত:পর রোগী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। রোগী সুস্থ হবার প্রথম লক্ষণ হলো, রোগী সমবেত কন্ঠে "জয় বাংলা" বলবেন। অত:পর ধীরে ধীরে সুস্থ হবার পথে যখন রোগী বলবে "ফাঁসী ফাঁসী ফাঁসী চাই", তখন বুঝতে রোগী পুরোপুরি সুস্থ।
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




