
আজকে জুম্মার মোনাজাত এর সময় ইমাম সাহেব কাঁদতে কাঁদতে বললেন: "আল্লাহ, লিবিয়া তে আমাদের ভাইরা আটকে আছে, ওদেরকে নিরাপদে দেশে ফিরিয়ে আনো" |
কিন্তু এটা কি শুধু মোনাজাত দিয়ে হবে? সরকার কি করছে?
সম্প্রতি দুবাই ছিলাম কাজে |
একজন আমাকে বলে "তুমি কোথা থেকে এসেছ?"
"বাংলাদেশ"
"ওহ আচ্ছা, বাংলাদেশ, হ্যা তোমাদের কথা GULF TIMES পেপার এ বেশ আসছে!"
"তাই নাকি?"
"হ্যা, তোমাদের হাজার হাজার লোক এখনো লিবিয়া তে আটকে আছে"
"হ্যা, সেটা নিয়ে আমরা সবাই খুব চিন্তিত"
"কিন্তু একটা কোথা বল তো, আর সব দেশের লোক তো বের হয়ে গেছে এদ্দিন এ | তাদের সরকার যেভাবেই হোক তাদের নিরাপদে নিয়ে যাবার ব্যবস্থা করেছে | কিন্তু তোমাদের লোক এখনো বর্ডার এ আটকে আছে | তোমাদের সরকার এটা নিয়ে চিন্তিত না?"
কি বলব তাকে?
[ছবি: রয়টার্স ]
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১১ সকাল ১১:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





