হযরত ইমাম গাজ্জালী (রহ
তাই প্রিয় ভাইয়েরা আমার! একবার ভাবুন, এই যে আমরা বেঁচে আছি- এ এক আশ্চর্য ব্যাপার। কিভাবে সম্ভব হলো এই জীবন? আমি কি মহান স্রষ্টাতে বিশ্বাস না করে পারি? স্রষ্টাতে যার বিশ্বাস নাই এই জীবনে বেঁচে থাকাতে তার কোনো আশ্চর্যবোধ নাই। বিস্ময়বোধ নাই। যার বিস্ময়বোধ নাই তার কোনো আনন্দ নাই। কারণ বিস্ময়বোধই হচ্ছে সকল সৃষ্টিশীলতা আর সৌন্দর্যবোধের উৰস। যে ব্যক্তি এই আদিম বিস্ময়বোধকে নিজের মধ্যে চিরজাগরুক রাখতে পারে সে-ই জগতকে সুন্দরের চোখে দেখতে পারে, সুন্দর জীবন উপভোগ করতে পারে। নিজের আত্মাকে উপলব্ধি করতে পারে। তাই পৃথিবীর মহান সব শিল্পী, কবি-সাহিত্যিক এবং বিশ্বব্যাপী সকল মননশীল মানুষকে এই আদিম বিস্ময় সব সময় তাড়িত করেছে। রবীন্দ্রনাথ তার "প্রশ্ন" কবিতায় সরাসরি তুলে ধরেছেন এই আদিম বিস্ময়ের কথা। কিন্তু যখনই এই চিরবিস্ময়কর প্রশ্নটি আমাদের মন থেকে হারিয়ে যায়, আড়াল হয়ে যায়। আমাদের নিত্য-নৈমিত্তিক জীবনের হাঙ্গামার মাঝে আমরা এই আদিম বিস্ময়বোধটি হারিয়ে ফেলি। তখনই আমারা হয়ে উঠি ক্ষুদ্র, সংকীর্ণ, হিংসুক, স্বার্থপর এবং অন্ধ। আর যে ব্যক্তি এই সুন্দর জীবন দানের জন্য প্রতিদিনই স্রষ্টাকে ধন্যবাদ জানায়, শুকরিয়া আদায় করে তার মধ্যে আনন্দের ঝর্ণা বয়ে যায়। জান্নাতের শান্তি- তার জন্য কায়েম হয়ে যায়। আর মহান স্রষ্টা আল্লাহ তায়ালা বারবারই বান্দার মনে এই আদিম বিস্ময়বোধকে উসকে দেয়ার মাধ্যমে বান্দার মনের শান্তিকে আরও দৃঢ়বদ্ধ করে দেন।
"আর তোমাদের সৃষ্টিতে এবং চারদিকে ছড়িয়ে রাখা জীবজন্তুর সৃজনের মধ্যেও নিদর্শনাবলী রয়েছে মুমিনদের জন্য।"- সুরা আল জাসিয়া। আয়াত: ০৪
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




