
প্রথমেই আপনাকে দু'টো নাম বলবো "লুলা ডি সিলভা" এবং "গুস্তাবো পেত্রো" প্রথমজন হচ্ছে ব্রাজিলের প্রেসিডেন্ট আর দ্বিতীয়জন হচ্ছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। এই দু'টো মানুষকে আপনার ভালোবাসতেই হবে, আপনার ভেতর মানুষের প্রতি মমত্ববোধ থাকলে তাদের জন্য আপনার প্রার্থনা করতেই হবে। কারন এই দুটো মানুষ আমাদের ভালোবাসার মানুষগুলো যারা মধ্যেপ্রাচ্য নিজেদের অধিকারের জন্য "দৈত্যদের" বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে তাদের সঙ্গে লড়াইয়ে শামিল হয়েছে। তাদেরকে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে সর্বাত্মক সাহায্য-সহানুভূতি-সমর্মিতা দেখাচ্ছে যেটা ১/২ টা মুসলমান দেশ ছাড়া আর কেউ করছে না। ব্রাজিলের জনসাধারণ আমাদের প্রিয় ওই দেশটার প্রতি সহমর্মিতা দেখাচ্ছে, তাদেরকে বরন করে নিচ্ছে শরনার্থী হিসেবে। ব্রাজিল এবং কলম্বিয়া, দক্ষিণ আফ্রিকার সঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতে(ICJ) "দৈত্যদের" বিরুদ্ধে লড়াই করছে, দক্ষিণ আফ্রিকাকে পেছন থেকে সাহায্য করছে। কলম্বিয়া তার দেশ থেকে "দৈত্যদের" রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে, আন্তর্জাতিক ফোরামে দৈত্যদের বিরুদ্ধে নেওয়া প্রতিটি পদক্ষেপে সর্বাত্মক সহযোগিতা করেছে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। সব ধরনের বানিজ্যিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। দৈত্যদের কাছে যেসব দেশ অস্ত্র বিক্রি করে তাদের বিরুদ্ধে নেওয়া রেজুলেশনে তার শক্ত ভূমিকা রয়েছে। দৈত্যদের বিরুদ্ধে প্রতিনিয়ত শক্ত ভাষায় কথা বলেছে।

ব্রাজিল এর প্রেসিডেন্ট ও তার দেশ থেকে লাত্থি দিয়া দৈত্যদের দূতকে বের করে দিছে। আন্তর্জাতিক প্রতিটি ফোরামে দৈত্যদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। তাদের বিরুদ্ধে বানিজ্যিক নিষেধাজ্ঞা দিয়েছে। আমাদের ভালোবাসার মানুষগুলোর লড়াইয়ে দু-হাত ভরে শামিল হয়েছে। কখনো গোপনে ব্যাকডোরে অস্ত্র দিয়ে সাহায্য করেছে। সাউথ আফ্রিকার সঙ্গে মিলে আন্তর্জাতিক বিচার আদালতে লড়াউ করছে। আমাদের ভালোবাসার দেশটাকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। দৈত্যদের প্রেসিডেন্টকে সন্ত্রাসী হিসেবে স্বীকৃত দিয়েছে। তার বিনিময়ে লুলা ডি সিলভাকে "পার্সোনা নন গ্র্যাটা" করেছে দৈত্যরা। তাদের দেশে আনওয়েলকাম কিংবা অনেকটা নিষেধাজ্ঞা দিয়েছে। ব্রাজিলের স্বার্থ সম্পর্কিত অনেককিছুতে দৈত্যরা ক্ষতি সাধন করেছে।

আরেকটা নাম মনে রাখেন "হ্যাবিয়ার মিলেই" সে হলো আর্জেন্টিনার প্রেসিডেন্ট। যে কিনা ঐ "দৈত্য" দেশটাকে স্বাধীনতাকামী মানুষদের বিরুদ্ধে সর্বাত্মক সাহায্য-সহযোগিতা করতেছে। যে দৈত্য এখন পর্যন্ত ৪০ হাজার মানুষকে নির্মমভাবে খুন করেছে, ২৫ লাখ মানুষকে বাস্তুচ্যুত করেছে। লাখ লাখ মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। আশ্রয় শিবিরগুলোতে আশ্রয় নিয়েছে সেখানেও রাসায়নিক বোম নিক্ষেপ করে পোকামাকড়ের মতো আগুনে ফ্রাই করেছে। প্রতিনিয়ত গনহত্যা চালিয়ে যাচ্ছে, ফুলের মতো পবিত্র শিশুদের গনহত্যা করছে, তাদেরকে নির্মমভাবে খুন করেছে প্রতিনিয়ত। নারীদেরকে ধর্ষণ করছে। তাদের উপর খাদ্য অবরোধ দিয়েছে। তাদেরকে ক্ষুদা ও পিপাসায় মেরেছে। সে দেশের অন্যতম বড় সহযোগী রাষ্ট্র হলো আর্জেন্টিনা। আর্জেন্টিনা আন্তর্জাতিক প্রতিটি ফোরামে ঐ দৈত্যটাকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে। যতোগুলো রেজুলেশন হয়েছে সবগুলোতে ঐ দৈত্যের পাশে ছিলো।


এর পরও যদি আপনি আর্জেন্টিনা করেন এবং পরবর্তীতে boyকট চোদান তাইলে আপনার মুখে জুতার বাড়ি। শালা আগে তোর যৌবনের প্রথমের বিরুদ্ধে boyকট কর। ব্রাজিল এবং কলম্বিয়ার প্রেসিডেন্ট এর মতোই স্পেনের প্রেসিডেন্ট একজন অসাধারণ মানুষ, যে কিনা দৈত্যদের বিরুদ্ধে লড়াই করছে। এজন্য আমাদের ভালোবাসা স্পেনের প্রতিও থাকবে। তাদের মানুষদের প্রতিও।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


