দেয়ালের পলেস্তারের মত তোমার প্রতি বিশ্বাসটা,
কেন যেন ক্রমেই খসে পড়ছে।
মরুভূমির বালুঝড় এসে ঢেকে দিচ্ছে ,
তোমার স্মৃতির উজ্জ্বল অধ্যায়গুলো।
কেন জানিনা,
তোমাকে এখন আর আমি ভাবতে পারি না,
শত চেষ্টাতেও তোমার অবয়ব ভাসে না।
নিভৃতচারীর মত আমি স্মৃতি হাতড়ে বেড়াই,
দিনে, রাতে এমনকি স্বপ্নেও।
কেন জানিনা,
তোমাকে কেবল মনে হয় আব্রু ঢাকা,
অন্য কোন নারী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




