ইন্দোনেশিয়ায় টেলিভিশনগুলোতে বিনোদনমূলক টিভি গসিপ শো দেখার ওপর ফতোয়া জারি করে তা নিষিদ্ধ করেছে ইমামরা। এ গসিপ শো গুলোতে যা দেখানো হয় তা অনৈতিক এবং সমাজের জন্য হুমকি বলে জানিয়েছে তারা।
ইন্দোনেশিয়ার উলেমা পরিষদের (এমইউআই) এর ইমাম মারুফ আমিন বলেন, এ ধরনের শো'গুলো শিক্ষামূলক নয় বরং অনেক সময় এগুলো পরিশীলতার মাত্রা ছাড়িয়ে নির্লজ্জভাবে মানুষের ব্যক্তিগত জীবনের প্রকাশ ঘটায় এবং পর্ণগ্রাফির পর্যায়ে চলে যায়। সেকারণেই বিষয়টি ফতোয়া জারি করে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, আমরা তথ্য ও বিনোদোনমূলক অনুষ্ঠানের বিরুদ্ধে নই। কিন্তু এ অনুষ্ঠানগুলোর বিষয়বস্তু অনৈতিক এবং পর্ণগ্রাফির দিকে চলে যাওয়ায় এগুলো নিয়ে আপত্তি করা হচ্ছে।
গসিপ শো তে আইন, মানুষকে সতর্ক করা বা জনগণকে সাহায্য করার বিষয়গুলো অন্তুর্ভুক্ত হলে তা দেখার অনুমতি থাকবে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত মাসে এক তারকার সেক্স ভিডিও কেলেঙ্কারি নিয়ে টেলিভিশনে সংবাদ প্রচার এবং ইন্টারনেটে তা ছড়িয়ে পড়ার পর বিনোদনমূলক অনুষ্ঠান নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতেই এ ধরনের অনুষ্ঠান দেখা নিষিদ্ধ করার এ পদক্ষেপ নিল উলেমা কাউন্সিল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




