প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,
‘যুদ্ধাপরাধীদের বিচার হলে দেশ বিভক্ত হবে না। এ বিচার বিশ্বব্যাপী স্বীকৃত। আমরা না করলেও পরের প্রজন্ম এলে এর বিচার করবে।’ বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দুর্নীতিবাজ, যুদ্ধাপরাধী ও জঙ্গিদের বাঁচাতে মানুষকে কষ্ট দেবেন না, মানুষের জীবনকে দুর্বিষহ করবেন না।
আহারে বেচারী মানুষের প্রতি তার কত্ত দরদ !! শুধু মানুষই তার প্রতি এখন আর দরদ দেখায় না । আসলে মানুষরা স্বার্থনিজতো তাই এমন ত্যাগী নেত্রীর কষ্ট বুঝে না !!!
সাধারণ মানুষের কয়েকটি মন্তব্য শুনুন:
১.
ABDULLAH ALI
২০১০.১০.০৭ ০২:৫৫
Can you stop your golden boys!! chatro luage!!!
২.
Manus
২০১০.১০.০৭ ০৩:৩৩
"আমরা না করলেও পরের প্রজন্ম এলে এর বিচার করবে।" আমাদের প্রধানমন্ত্রী একথা কেন বললেন, কেউ বলতে পারবেন কি ??
৩.
২০১০.১০.০৭ ০৪:৩৮
ডেইলি স্টারে আরো অনেক জরিপের ফলই ছাপা হয়। আপনার চাটুকার রাজন্যবর্গ কী আপনাকে সেগুলিও অবহিত করে? আপনার সরকারের ৫০ হাজার কোটি টাকা ব্যয়ে অপ্রয়োজনীয় বিমানবন্দর নির্মানের পলিসি, মন্ত্রীদের লাগামহীন বক্তব্য, আপনার কর্মীদের তান্ডব বিষয়ে কখনো কখনো নব্বই শতাংশের চেয়ে বেশি মানুষ নেতিবাচক মতামত দেয়। দয়া করে সেগুলোও আমলে নেবেন।
৪.
Ruhel Ahmed
২০১০.১০.০৭ ০৪:৪৭
সরকারে গেলে দুই নেত্রীই জন দরদী হয়ে যান! হরতাল হানা হানি ভাংচুর করবেন না জনগনকে কষ্ট দিবেন না !
৫.
M. Shawkat Ali
২০১০.১০.০৭ ০৬:১২
সন্ত্রাস, দ্রব্যমুল্যবৃদ্ধি, টেন্ডারবাজি, স্ব-ছাত্রবাহিনীর তান্ডব, দুর্নীতিদমন প্রভৃতির প্রতিশ্রুতি বোধহয় আর মাননীয় প্রধানমন্ত্রীর স্মরনে নেই।
৬.
Kuddus
২০১০.১০.০৭ ০৭:০৩
Dear PM,Do something meaningful to the people. Stop addressing government's false achievement. The way prices of daily needed stuff are increasing, people will start starving after couple of weeks. Please take step to prevent it.
৭.
syed
২০১০.১০.০৭ ০৭:০৭
DONT PLAY DIRTY POLITICS PLEASE,
৮.
২০১০.১০.০৭ ০৮:৩২
দেশের জন্য পুরস্কার প্রাপ্তিতে আমরা তখনই গর্ব বোধ করব যখন এর ফল আপামর জনতা ভোগ করবে | নয়তো হাজারটা পুরুস্কার প্রাপ্তিতে এদেশের মানুষের কিছু এসে যায় না মাননীয় প্রধান মন্ত্রী | চালের মুল্য বৃদ্ধির কারণ হিসেবে ষড়যন্ত্রের তদন্তে সময় নষ্ট না করে ত্বরিত চালের মুল্য বৃদ্ধি রোধে পদক্ষেপ নিন |
৯.
Kazi Abul Firoz
২০১০.১০.০৭ ০৮:৩৬
Begum Zia tried and will try to save war criminals because they are her main force to defeat Awami League.
১০.
MD. Gias Uddin
২০১০.১০.০৭ ০৯:৪৭
" যুদ্ধাপরাধী ও জঙ্গিদের বাঁচাতে মানুষকে কষ্ট দেবেন না " তার এ কথা যেমন ঠিক, তেমনি তাকে বলি " ছাত্রলীগ যুবলিগ & আওয়ামীলিগকে বাচাতে দেশের মানুষকে কষ্ট দিবেন না ।(তথ্যসূত্র: প্রথম আলো)
দেশের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে যারা দুর্নীতি, টেন্ডারবাজ, চান্দাবাজে আর হুমকী-ধামকী-হত্যার রাজনীতি করে চলছে বিনা সংকোচে, যারা বিশ্ববিদ্যালয়ের হল দখল করে ঐ সিট অছাত্রদের কাছে ভাড়া দেয়(লজ্জা), নিজের দলের মানুষকে হত্যা করে(ইব্রাহিম হত্যা), প্রশাসনকে(পাবনা) বাধ্য করে, এমনকি যারা মিডিয়াকে অবরুদ্ধকরতে চায়(এবং করেও) তাদের মুখে এইসমস্ত কথা শোভা পায় না।
এদের বিন্দুমাত্র অপরাধবোধ আর লজ্জাবোধ নাই এটাই আশ্চর্য্যের বিষয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




