"আজ কত তারিখ? ২০১০ সালের ১০ অক্টোবর, তাই না? অফিসে বসে নাম সই করার পর তারিখটা নিশ্চয়ই ১০-১০-১০ এভাবে লিখেছেন? চলতি শতকে এরকম আরেকটা তারিখ বের করুন তো!
এমন একটা তারিখ একশ’ বছরে একবারই মাত্র আসে। আর জানেন তো, আজ সকাল দশটা দশ মিনিটে ফিগারটা দাঁড়াবে এরকম : ১০-১০-১০-১০-১০। অর্থাত্ কিনা ২০১০ সালের ১০ মাসের ১০ তারিখের সকাল ১০টা ১০ মিনিট।
এটা এ শতকের একটা অন্যতম বাইনারি মুহূর্ত।
ব্যতিক্রমী এই মুহূর্তটাকে সারাজীবন স্মরণীয় করে রাখার জন্য পৃথিবীজুড়ে হবু দম্পতিরা ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন। সারা দুনিয়ায় বিশেষ করে ইউরোপ-আমেরিকায় আজ বিয়ে রেজিস্ট্রির কাজে নিযুক্ত অফিসগুলোর দম ফেলার সময় থাকবে না।সূত্র: আমারদেশ"
সময় কিন্তু খুবই কম। আপনি চাইলে খুব তারাতারি কাজটা সেরে ফেলতে পারেন !!
১০-১০-১০-১০-১০ কিন্তু আবার আসবে শুধুই আপনার জন্য আর সেইটা হচ্ছে আজ রাত ১০:১০ টায়! মিস করবেন না কিন্তু। আবার অশ্লীল কিছু করতে যাইয়েন না।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১০ দুপুর ১২:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




