প্রকৃত মুক্তি আর উন্নয়নের যে স্বপ্ন নিয়ে আমাদের পুর্বপুরুষরা যারা মুক্তিযুদ্ধ করেছিল, সেই মুক্তি আর উন্নয়নের কোন বাস্তব রুপ আমরা আজও পাইনি। আর ভবিষ্যতে যে পাব তার কোন লক্ষণ দেখা যাচ্ছে না।
বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর দিকে একটু গনতন্ত্রের মনোভাব নিয়ে তাকান । তাহলে কি দেখতে পাবেন?
১.আওয়ামীলীগ: এই দল গনতন্ত্র, পরিবর্তন আর ডিজিটাল নিয়ে যে লাফালাফিটা করে একবার লক্ষ করেন তো, এরা দলের ভিতরে গনতন্ত্র চর্চা করে কিনা? শেখ হাসিনার পূর্বে দলের প্রধান কে ছিল এবং তার পরে দলের প্রধান কে হবে আপনি নিশ্চই অনুমান করতে পারবেন। বঙ্গবন্ধু পরিবার ছাড়া কি আওমীলীগে আর কোন যোগ্য লোক নেই? আর থাকলেই কি অন্য কেউ যদি দলের প্রধান হতে চায় তার পরিনাম টা কতই না জঘন্য হবে। তাকে বলা হবে অনুপ্রবেশকারী......ইত্যাদি...ইত্যাদি।
২.বি.এন.পি: গনতন্ত্র নিয়ে এরা লাফালাফি করলেও এই শালারা মুনাফিক, দুর্নীতিবাজ আর স্বার্থপর। এদের অবস্থাও আওয়ামীলীগের মত। খালেদার পরে তারেক ছাড়া যেই শালা দলের প্রধান হতে চাইবে তারেকের সন্ত্রাস বাহিনী তাকে কাইটা গাঙ্গে ভাসাইয়া দিবে। তার মানে এখানেও গনতন্ত্র নাই।
৩. জা.পা: এই শালাগো কথা কইয়া আপনাগো বিরক্ত করবার চাইনা।
৪. জামাত: জামাতের ক্ষেত্রেও দেখা যায় সেই পুরানো নেতৃত্বের খুব একটা পরিবর্তন হয় নাই। তারা দলীয় প্রহসনের নির্বাচন ব্যবস্থা দ্বারা নতুন উন্নয়নশীল নেতৃত্ব তৈরী করতে পারে নাই। তবে এখানে একটা ব্যাপার হল, এখানে অন্তপক্ষে রাজতন্ত্র নাই। তারপরেও আশার কথা হল(যারা জামাত করেন তাদের জন্য) এখানে প্রগতিশীল মুসলিম নেতৃত্ব তৈরির সুযোগ আছে।
তাইলে এবার ভাইবা দেহেন যারা দলের ভিতরেই গনতন্ত্র নিশ্চিত করতে পারে নাই তারা দেশ পরিচালনায় কিভাবে গনতান্ত্রিক হবে? এখন ব্যাপর হইলো তাই বলে কি আমরা একেবারে শেষ ? না, কাঙ্খিত পরিবর্তন আপনার হাতে। আপনি যেই দলের সমর্থকই হন না কেন আপনি দলের ভিতরে আগে গনতন্ত্র নিশ্চিত করতে সচেষ্ট হোন, আপনি নিজে আগে সৎ, দুর্নীতিমুক্ত হোন, দলের কোন লোক অপরাধ করলেও তাকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করেন তাহলে আসবে আপনার কাঙ্খত পরিবর্তন । তৈরি হবে আপনার সোনার বাংলাদেশ, আপনার পরবর্তী পজন্ম থাকবে নিরাপদে। সেটা অবশ্যই সম্ভব শুধু দরকার আপনার সিদ্ধান্ত।
আসুন আমরা আজ একসাথে নিজেদের সৎ, দুর্নীতিমুক্ত আর প্রগতিশীল করার ব্যাপারে একমত হই।(আপনার দল পরিবর্তন করা লাগবে না)।
দাড়ান কই যান, এবার আপনি বলেন কিভাবে আমরা বাংলাদেশে সত্যিকারের গনতন্ত্র প্রতিষ্ঠা করতে পারব?
বি:দ্র: আমাকে ভূলেও কোনো রাজনৈতিক দলের লোক মনে করে গালি দিবেননা।
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১০ সকাল ১১:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




