তুমি যা বলেছিলে স-ব ভুলে গিয়েছি
কারণ সেসব আমার জীবনেই বিলীন হয়ে গেছে
2.
আমার মন থেকে যদি কখনও তোমার মুছে যাওয়ার সময় আসে
তখন আমিও আগুন জ্বেলে দিয়ে ঘরে বেরিয়ে যাবো, মেহমানের মতো
3.
নিজেকে বদলাতে চেয়েছি অনেক, হয়নি
তোমার খুব কাছে আসচে চেয়েছি অনেক, পারিনি
4.
আকাশ ছেয়ে গেছে পাখির ডানায়
কোথাও কি ঝড়ে ভাঙলো কোনও বৃৰ?
5.
একটি খালি বাড়ি
তার মানে নতুন কেউ আসছে!
6.
তুমি আছো, তাই চৈত্রে কদম
তুমিহীন আষাঢ়েও ফুটিফাঁটা জমি
7.
আমাকে আলস্নাহ্র কথা বলো না
আমি নিজেই জীবন, আমাতে কেউ যাপন করেনি
8.
আমি জানি কেন আমি ঠিকানাহীন
পাখি আকাশ ছুঁতে না পারলে যা হয় আরকি!
9.
অনেক হেসেছি
এখন মুখ ধুয়ে নিচ্ছি নোনা জলে
10.
দূরে গিয়ে ভালো আছো?
আমার মতো তুমিও একজন মিথু্যক
11.
যাকে ছুঁতে চাঁদ পর্যনত্দ ভীত
আমরা সেই ফুলকেই পায়ে দলে যাই
12.
মন-রঙের পায়রারা উড়ে আসছে
বরফ গলছে, বসনত্দ আসবে বলেই
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




