গত বছর ১৬ ডিসেম্বরে আমি মা-বাবা আর মামার সাথে সাভারে জাতীয় স্মৃতি সৌধে গিয়েছিলাম। আমার জীবনের প্রথম বিজয় দিবসটি জাতীয় স্মৃতিসৌধে দারুন কাটিয়েছি।
মূল সৃতিসৌধটি দেখতে খুব সুন্দর! কত্ত বড়, কত্ত উঁচু!!!
উপরের দিকে তাকিয়ে মনে হয় চুড়াটি যেন আকাশের সাথে মিশে গিয়েছে!!!
বাবা-মা আমাকে জানালো যে, ১৯৭১ সালের এই দিনে আমাদের দেশ মুক্তিযুদ্ধে বিজয় লাভ করে। ৯ মাস কঠিন যুদ্ধ করেই নাকি আমাদের চুড়ান্ত বিজয়টি এসেছে। খুব ভালো বুঝিনি সব, কিন্তু আমার মনটা খুব ভালো হয়ে গেলো!!!
সৃতিসৌধের পাশ দিয়ে লেক মত চলে গিয়েছে, সেখানে কত্ত কত্ত শাপলা ফুল ফুটে আছে!! আমি প্রথবারের মত শাপলা ফুল দেখলাম। আমার খুব ভালো লাগলো!!!
শেষে দেখি, মূল সৌধের সামনে বসে দুই ভাইবোন ছবি আঁকছে, আমার চেয়ে কিছু বড় হবে তারা- আমার খুব ভালো লাগলো। আমি অনেক ছোট বলে তাদের মত ছবি আঁকতে পারিনা। তাই তাদের পাশে বসেই ছবি আঁকা দেখলাম।
আমার খুব ভালো লেগেছে!!!
তোমাদের জন্য কিছু ছবি দিচ্ছি, কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু.....
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০০৮ দুপুর ১:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




