(আমি যে লেখাটা লিখছি(প্রতিদান), সেটা আমার ভাইয়ার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। আমার ভাইয়া তো মেয়েটিকে উৎসাহী করে নি, নিজের সবকিছু প্রেমিককে বিলিয়ে দেওয়ার জন্য, বরং মেয়েটাকে বার বার সাবধান করেছে। তারপরও মেয়েটা কেন ভুল করলো? আপনি কি এর জবাব দিতে পারবেন?
হয়তো বলবেন, মেয়েটার প্রেমিক তাকে বাধ্য করেছে। ঠিক আছে, আমি মেনে নিলাম আপনার যুক্তি। কিন্তু আপনার এটা ভুলে গেলে চলবে না যে, মেয়েটার পেছনে আরো একটা ছেলে ছিল। আর সে ছিল আমার ভাইয়া, যে প্রতিটা মুহুর্তে মেয়েটাকে সর্তক করেছে। তারপরও কেন মেয়েটা আমার ভাইয়ার কথা শুনলো না? জবাব দিন?
একটা কথা বলি, একটা মেয়ের সম্মতি না থাকলে(সেটা মানষিকভাবেই হোক আর শারীরিকভাবেই হোক) কোন ছেলে তার ক্ষতি করতে পারে না।
কিন্তু আমাদের সমস্যাটা কোথায় জানেন, আমাদের মেয়েরা, মানষিকভাবে খুবই দুর্বল।
কিন্তু আবার কিছু কিছু ঘটনা ব্যতিক্রমও আছে। সেখানে মেয়েটা নয়, ছেলেটা-ই দোষী।
এবার আপনি বলুন, তালি বাজাতে কিভাবে দু’হাত না লাগে?
আমার এ লেখার মধ্যে আপনি কাকে দোষী বলবেন? জয়কে, আরোহীকে নাকি আরমানকে?
মিআমি,
আমার এ লেখার আরোহীও কি তাহলে মরবে? নাকি সে বেচে যাবে?
মেয়েটা তো আপনারও বোন কিংবা মেয়ে হতে পারতো। তারপরও কি আপনি মরতে দেবেন আরোহীকে?
আপনি কি বাচাবেন না তাকে?
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১০ সন্ধ্যা ৬:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



