চুল এখন আর বয়স মেনে পাকে না,এটা সবাই জানে।আমার ছোট আব্বুর(ছোট চাচা)মাত্র চব্বিশে(বয়সটা পুরোপুরি ঠিক নাও হতে পারে) চুল পাকা শুরু করল
ছোট আব্বু একদিন আমাদের দু বোনকে এসে বললেন''তোরা দুজন মিলে আমার পাকা চুল তুলে দে"
চুল প্রতি আট আনা....ছোট আব্বুর প্রস্তাব।আমরা রাজি।
শুধু হাত অথবা পাকা ধান দিয়ে রীতিমত কম্পিটিশন করে পাকা চুল তোলা
লেখার পর মজা লাগছে না

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




