হলে নতুন রুমে উঠলাম এক মাসের বেশি হয়ে গেল.....মজায় মজায় কাটছে দিন।কারণ অবশ্যই আমার অতি ভালো দুই রুমমেট.......সনি আপু আর তানহা আপু
#আমি ১০টা বাজে ঘুমালেও উনারা সেন্ট্রাল লাইট অফ করে দেন,এম্নিতে ১২টায় অফ করার রুল
#তানহা আপুর ক্লাসে উনিই একমাত্র মেয়ে
#বিকেল আসলে আর এক মজা সনি আপুর নাস্তা খাওয়া নিয়ে......ক্যান্টিনের রোল,জিলেপি...খাওয়া শেষে একের পর এক বিস্কিট খাওয়া চায়ে ডুবিয়ে.ওদিকে টিউশনে গেলে ওখান থেকেও খেয়ে আসেন এক প্রস্থ
#কে কে বসে বসে ঘুমাতে পারেন বলেন তো
#রুমের পাশেই কিচেন,তাই সারাক্ষণ মজার মজার রান্নার গন্ধ।
#সনি আপু রাত ৪টায় এলার্ম দিয়ে রাখেন উঠে পড়তে বসবেন বলে,যেহেতু উনার এক্সাম....কিন্তু উনি এলার্ম শোনেনই না কখনো ,যতক্ষণ না আমি ডেকে দেই........এটাতে কোন মজা নেই coz আমার ঘুমের ক্ষতি,কিন্তু একজন কুম্ভকর্ণের দেখা তো পেলাম....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




