হায়দ্রাবাদ: সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হায়দ্রাবাদ হাসপাতালে ভর্তি হন ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক আজহার উদ্দিনের ছেলে আয়াজ উদ্দিন। গুরুতর আহত ১৯ বছর বয়সী আয়াজ পাঁচদিন লড়েন মৃত্যুর সঙ্গে বাবা-মাকে কাঁদিয়ে শুক্রবার পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে ইন্নালিল্লাহি ..........ওয়াইন্নইলাহি রাজীউন।
আজহারপুত্র আয়াজ ও তার ফুফাতো ভাই আজমল মোটরসাইকেল চালাতে গিয়ে পাঁচদিন আগে সড়ক দুর্ঘটনার শিকার হন। ঘটনাস্থলেই মারা যান আজহারের ভাগ্নে আজমল উর রহমান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসার পাঁচদিনের মাথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আয়াজ।
পারিবারিক সূত্রের বরাদ দিয়ে ভারতীয় টিভি চ্যানেল এনডিটিভি জানায়, জানাযার জন্য আয়াজের লাশ নিয়ে যাওয়া হবে মক্কা মসজিদ প্রাঙ্গণে।
ভারতের অনূর্ধ্ব-১৩, ১৫ ও ১৯ ক্রিকেট দলে খেলেছেন আয়াজ। তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক ক্রিকেটার, অভিনেতা, সমাজসেবক ও রাজনীতিবিদরা। ক্রিকেট ধারাভাষ্যকার হর্ষ ভোগলে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারে লিখেছেন, আজহারের মনের অবস্থা আমি বুঝতে পারছি। কেননা মাত্র ১৯ বছর বয়স হয়েছিলো আয়াজের। জীবন শুরুর বয়স এটা, ফুরিয়ে যাওয়ার নয়।
আজহারের দুই পুত্রের মধ্যে দ্বিতীয় আয়াজ। তার আরেক ছেলের নাম আসাদ। দুই সন্তানের জননী নওরিনের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর অভিনেত্রী সঙ্গীতা বিজলানীকে বিয়ে করেন সাবেক এই ক্রিকেটার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



