ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিম্বাবুয়ের বিপক্ষে বাদ পড়া অলক কাপালী ও নাঈম ইসলামকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি ও একদিনের সিরিজের জন্য ঘোষিত বাংলাদেশ দলে রাখা হয়েছে। সেই সঙ্গে টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন ইলিয়াস সানি।
দল থেকে বাদ পড়েছেন জুনায়েদ সিদ্দিক।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শুক্রবার ১৮ সদস্যের দল ঘোষণা করেছে।
এদের মধ্যে ৪ জনকে শুধু একদিনের সিরিজের জন্য বিবেচনা করা হবে। তারা হলেন শুভাগত হোম চৌধুরী, শাহাদাত হোসেন, শাহরিয়ার নাফীস ও সোহরাওয়ার্দী শুভ।
এর আগে দুবার প্রাথমিক দলে থাকলেও এবারই প্রথম চূড়ান্ত দলে জায়গা পেয়েছেন ইলিয়াস সানি। প্রাথমিক প্রতিক্রিয়ায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। সব সময় চেষ্টা করেছি বাংলাদেশ দলে খেলার জন্য।"
"এর আগেও দুবার প্রাথমিক দলে ছিলাম। এবার মূল দলে জায়গা পেয়ে খুবই ভালো লাগছে। আশা করি ভালো খেলে আস্থার প্রতিদান দিতে পারবো," যোগ করেন তিনি।
গত জুলাই-আগস্টে জিম্বাবুয়ে সফরে দল থেকে বাদ পড়েন অলক ও নাঈম। ৭ মাসের মেয়ে অর্ণির মুখেভাত অনুষ্ঠানের জন্য অলক এখন নিজের শহর সিলেটে। সেখানেই শুনলেন দলে ফেরার সুখবর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেয়া প্রতিক্রিয়ায় অলক বলেন, "দলে ফেরার জন্য কঠোর পরিশ্রম করেছি। নির্বাচকদের সঙ্গে যেমন কথা বলেছি তেমনি কথা বলেছি সাবেক ক্রিকেটারদের সঙ্গেও।"
"দলে ফেরার জন্য ভালো খেলার কোনো বিকল্প নেই। আমি ভালো খেলে নির্বাচকদের মন জয় করেই দলে ফিরেছি," যোগ করেন তিনি।
প্রায় একই কথা নাঈমের কণ্ঠেও। শুক্রবার বিকেলে দল ঘোষণার সময় রাজধানীর ধানমন্ডি অঞ্চলে স্ত্রীকে নিয়ে বেড়াচ্ছিলেন তিনি। সেখানে সুসংবাদটা পাওয়ার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নাঈম বলেন, "দলে ফেরার অনুভূতি দারুণ।"
তবে শুধু দলে ফিরেই সন্তুষ্ট নন তিনি। এবার চান দলে জায়গা পাকা করতে । তিনি বলেন, "দলে ফিরেছি এটা খুশির কথা। তবে ভালো না খেলা পর্যন্ত কিছু বলতে চাই না। আগে ভালো খেলি তারপর ভালোভাবে অনুভূতি জানাবো," যোগ করেন তিনি।
বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটরক্ষক), মাহমুদল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, অলক কাপালী, নাঈম ইসলাম, নাসির হোসেন, আব্দুর রাজ্জাক, ইলিয়াস সানি, রুবেল হোসেন, শফিউল ইসলাম, নাজমুল হোসেন, শুভাগত হোম চৌধুরী, শাহাদাত হোসেন, শাহরিয়ার নাফীস ও সোহরাওয়ার্দী শুভ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



