গাজীপুর: বিএনপির সাবেক মন্ত্রী আ স ম হান্নান শাহ বলেছেন, রোডমার্চ দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভয় পেয়ে গেছেন। তিনি নাকি বিএনপির রোডমার্চের গাড়ি গুনবেন। তিনি গাড়ি গুনলে ট্রাফিক পুলিশ কি করবে?
মঙ্গলবার রোডমার্চ উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈরে এক সভায় সংক্ষিপ্ত বক্তব্যে হান্নান শাহ এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আগামী ২৬ অক্টোবরে কালিয়াকৈর পৌরসভার স্থগিত কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনেই চূড়ান্ত খেলার ফলাফল পাওয়া যাবে।
এখানে আওয়ামী লীগ প্রার্থীকে পরাজয়ের মাধ্যমে কালিয়াকৈর থেকেই দেশে বিএনপি বিজয়ের সূচনা করবে। যে সরকার দেশে জনগণের সাথে প্রতারণা করে, মিথ্যা বলে তারা ক্ষমতায় থাকতে পারে না।
কালিয়াকৈর পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর খানের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিরোধীদলীয় চীফ হুইপ জয়নুল আবদীন ফারুক, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, এলডিপির সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহম্মদ, অধ্যাপক এম এ মান্নান, আমান উল্লাহ আমান, একেএম ফজলুল হক মিলন, খাইরুল কবির খোকন, শামসুজ্জামান দুদু, শাহিনা খান, মজিবুর রহমান প্রমুখ।
সভায় এলডিপির সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহম্মদ বলেছেন, আপনারা আগামী নির্বাচন দলীয়ভাবে করতে যতই চেষ্টা করেন তা কখনই সম্ভব হবে না। তত্বাবধায়ক সরকার ছাড়া কোনও দলই নির্বাচনে যাবে না।
ড. আব্দুল মঈন খান বলেছেন, বর্তমান সরকার যে কাজেই হাত দিয়েছেন, তাতেই তারা ব্যর্থ হয়েছেন। শহীদ জিয়া ও খালেদা জিয়ার প্রতি মানুষের যে ভালবাসা আছে তা কেউ মুছে ফেলতে পারবে না। সামনের নির্বাচনেই তা প্রমণিত হবে।
অধ্যাপক এম এ মান্নান বলেছেন, আগামী নির্বাচনে খালেদা জিয়া চতুর্থ বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হবে। কারণ শেখ হাসিনা নির্বাচনে দেওয়া একটি ওয়াদাও পূরণ করে নি। তাতে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে।
Click This Link
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১১ রাত ৯:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



