সমস্যা:
১. কোনো জায়গায় ফোল্ডার অপ্শন খুঁইজা পাওয়া যাইতেছে না যেইখান থেইকা হিডেন ফাইল শো করা যায়।
২. ইস্টার্ট মেনু থেইকা "সার্চ" অপ্শন কুথায় পলাইছে বিস্তর খুঁইজাও তার সন্ধান পাইনাই।
৩. যেই দিন থেইকা ঘটনা ঘটছে সেইদিন থেইকা আইনস্টাইনের টাইমমেশিন এর থিওরী ফেইল মারছে। আগের ডেট গুলায় সিস্টেম রিস্টোর হইতেছে না।
৪. এইডস এর থেইকাও মারাত্মকভাবে পেনড্রাইভ দিয়া এই সংক্রমন ছড়াইতেছে। যেইখানে ঢুকাই সেইখানেই ছড়ায়।
৫. এভিজি ৮.০ এইডারে ধরতারেনা। এভাস্ট এইটারে ধরে ঠিকই মাগার ঠিক করতারে না। এভাস্ট দিয়া স্ক্যান মারলে সিস্টেম ৩২ তে সিস্টেম রিস্টোরের দুইটা রেজিস্ট্রির দুইটা ফাইলরে অযথা জেলে ঢুকায় আর আমার পিছনে ফিরা যাওয়া হয় না।
সমস্যার সহজ সমাধান হইলো সব ধুইয়া মুইছা সাফ কইরা দেওয়া মাগার এইটা করতে গেলেও আমার কিছু সমস্যা আছে।
জিজ্ঞাস্য:
১. ফরম্যাট না কইরা কুনো উপায় আছে কি?
২. উইন্ডোজ ইনস্টল করার পরে ইন্টারনেট থেইকা অ্যাকটিভ করতে হইছিলো। এখন যদি আবার ফরম্যাট মাইরা ঐ সিডি দিয়া ইনস্টল করি তবে আবার অ্যাকটিভ করতে হইব নাকি! যদি করতে হয় তবে তখন আবার কইবনাতো এইডা আগের থেইকাই অ্যকটিভ, আর করন যাইবো না। নতুন ইনস্টলেশনে কিন্তুক ১ মাসের টাইম দেয়।
৩. যদি আপনাগো বুদ্ধি শুইনা বিপদে পইরা যাই তখন কি করুম?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




