হস্তের সুপ্তপেশীগুলো জেগে উঠে
উষঞ রক্তের তীব্র উর্মীর আহবানে।
শান্ত,কোমল চিত্ ত হয়ে উঠে উদ্বেলিত
প্রতিশোধের দুরন্ত স্পৃহায়
হিসেবের খাতা মেলে ধরি সন্মুখে
একি!সবি অস্পষ্টপ্রাচীরে ঘেরা।
চক্রান্তের হিংস্র ক্ষতচিহ্নে রক্তাক্ত
প্রানের বিনিময়ে অর্জিত যে অবয়ব।
বেঈমানের শাস্তি তো মৃত্যুদন্ড।
তাই দেব তোমায় প্রাপ্তি হিসেবে।
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০০৭ সকাল ১০:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




