তুমি যখন এ চিঠি হাতে পাবে তখন আমি কোথায় আমি নিজেও জানি না। আমি কিন্তু এসব চাইনি, চেয়েছিলাম তোমায় নিয়ে একটু ভালভাবে বাঁচতে। জানও এ পৃথিবীতে আমি ছিলাম বড় একা, সবাই একে একে আমার জীবন থেকে যখন চলে যেতে লাগল, আমি তোমায় আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম। আমার না হয় ফ্যামিলি ব্যাক গ্রাউন্ড ভাল না হয়তো বা আমিও ভাল না কিন্তু কেন জানি মন হত আমার এত সব জেনেও তুমি আমায় ভালবাসতে, কেন বাসতে তা জানি না হয়ত জানবও না। এখন মনে প্রশ্ন জাগে দোষ কোথায় আমার? আমি কি তোমার জীবন নিয়ে খেলা করেছি? যদি তাই হয় তবে আমার জীবনের কোন মূল্য নেই।
জানও আমি তোমার মাঝে আমার স্বপ্ন খুঁজে পেতাম। অনেক... অনেক... অনেক... স্বপ্ন দেখেছিলাম তোমায় নিয়ে। চেয়েছিলাম জীবনের শেষ ডাইরীটির পাতাটি থেকে আবারো নতুন করে শুরু করতে কিন্তু আমার চোখের জলে আমার জীবনের সেই শেষ ডাইরীটির পাতাটি এতটাই ভিজে গেছে যে, সেখানে নতুন করে কিছু লেখা সম্ভব নয়। আমি এখনও বিশ্বাস করি তুমি আমায় অনেক অনেক ভালবাসতে, যদি তাই হয় তবে কোন সে কারণে দূরে চলে যেতে চাও। মহাকাল আমায় হাতছানি দিয়ে ডাকছে। হয়ত এই চিঠিটি আমার জীবনের শেষ চিঠি, পারলে ক্ষমা করে দিও।
আমি তোমায় ভালবাসতাম কি না তা জানি না, তবে এখন তোমায় ছাড়া হয়ত এ জীবন মূল্যহীন তাই মনে হয়, কেন মনে হয় তা জানি না। আমার স্বত্ত্বা আমায় তা বুঝতে দেয়না। সেই রাত্রের ব্যবহারের জন্য ক্ষমা চাচ্ছি, তুমি ক্ষমা করলেও আমি হয়ত আমাকে কখনো ক্ষমা করতে পারবো না?
জানি তুমি অন্যের নও, যদি হও তবে তোমাদের জীবনের মঙ্গল কামনায়!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





