যখন আকাশে শকুন উড়ে যায় ভয়ংকর পাখা মেলে
তখন আমরা বুঝতে পারি নিচে মরা পড়ে আছে
যখন মৌমাছির ভোঁ ভোঁ শব্দ শুনি
তখন বুঝি পাশেই মধুর চাক আছে
আর যখন কেউ খানকির বাচ্চা বলে গালি দেয়
তখন বুঝা যায় আমাদের অস্তিত্ব মা শুধু প্রিয় তোমাকে ঘিরেই
কারন হাতির দাম সব সময়ই লাখ টাকা
আর ওরা ঐ আকাশে উড়া হিংস্র শকুন
মরা পচা কুঁড়ে খাওয়া কুত্তা।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১০ বিকাল ৪:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




