একি কোন পথে চলছি আমরা হঠাৎ
ডারউইনের বির্বতনের পথে।
কিসের খাপ খাওয়ানোর জন্য এই সীমা হীন ছুটে চলা
কি উদ্দ্যেশে এত তাজা রক্তক্ষয়?
আসলে কোথায় এর পরিসমাপ্তি?
তবে হয়ত এভাবে ছুটে চললে কোন এক ডারউইন
এসে বলবে এই বানর গুলোর পূর্ব পুরূষ ছিল মানুষ
বির্বতনের ধারায় খাপ খাওয়াতে বানর হয়েছে
এখন সে দারূন ছুটে বেড়ায়, দারুন গতিতে।
আমি এ বির্বতন চাইনা,চাইনা এ দুবন্ত বেগ।
চাই হতে শুদ্ধ এক মানুষ যার আছে অন্তর
আর বেচে থাকার অনুপ্রেরণা ও শক্তি।
চাই এক র্নিমল সমাজ।
"জন্মই যখন মরে যাওয়ার জন্য
তবে উচ্ছিচ্ট নিয়ে ঝুদ্ধ কিসের জন্য?"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




