কি সবাই অবাক হচ্ছেন?
মানুষ আবার কি ভাবে মানুষ হবে? হ্যাঁ , তাইতো হতে হবে। দু,পেয়ে জীব থেকে মানুষে উত্তোরন ঘটাতে হবে।
স্বভাবে, কর্মে, আচরনে, বিশ্বাসে, ভালবাসায়, সহমর্মীতায়..ধৈর্য্য, সেবা , সহানুভূতি নিয়ে মানুষের পাশে যখন দাড়াবে তখনই সে মানুষ।
মান এবং হুশ থাকতে হবে।স্বার্থপরতা, লোভ হিংসা পরশ্রীকাতরা জীবন থেকে মুছে দিতে হবে।
তখনই মনূস্যত্বের আলৌয় উজ্জ্বল হবে মানুষ। ধন্য হবে মানব জনম।
আর তাই লালনের ভাষায় বলতে হয়-
এমন মানব জনম আর কি হবে
মন যা কর ত্বরায় কর এই ভবে....
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





