সহজিয়া মত।সহজিয়া পথ।
কত সুন্দর। সরল ভাবনা। সরল যাপিত জীবন। সূখের ঐশ্বর্য গড়িয়ে পড়ে।
অথচ মানুষ কি মোহে যে এক জটিলতায় পড়ায়।
প্রাণান্ত চেষ্টায় চোরাবালির মতো পাক আরো বাড়ে.. বাড়তো বাড়তে মৃত্যুর শীতল আলীঙ্গনেই কেবল খোলৈ তার প্যাচ!!!
অথচ একটাইতো জীবন। কত সহজ সুন্র আর ভাবে অনুভবময় হতে পারতো।
একটু শ্যমলিমাময় গায়, নদীর ধারে.. বটের ছায়ায়.. বাঁশির উতলা সুরে...
অনুভব এখন কর্পোরটে ছলনায় এমপিথ্রিতে খুজে ফেরে
মেলেনা মিলবেওনা... সৎ অনুভবের জন্য চাই সৎ মন
শীতল যন্ত্রের শীতলতায় সেই সূখ আছে বলো বুকে হাত দিয়ে
নদীর মন হুহু করা বাতাসে খালী গায় যেমন মেলে!!!
তবুও মানুষ যে কেন এমন!
বাউল মনটাকে গলাটিপে মেরে
যান্ত্রিকতায় ডুবে
আবার খুজে সূখ.....
মনপবনের মাঝি ঠাঠা করে হেসে উঠৈ উদাস দুপুরে।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





