পিতা মশা তার সন্তান বাচ্চা মশাকে বলল-
: যা একটু উড়ে আয় দেখি কেমন উড়তে পারিস?
বাচ্চা মশা জন্মের পর এই প্রথম উড়তে বেরিয়েছে তাই বেশি দুর গেল না। কিছুক্ষন পর ফিরে এল।
আসার পর পিতা মশা জিগ্গাসা করল-
: কেমন উড়লি?
বাচ্চা মশা খুশিতে ডগমগ হয়ে বললঃ
খুউব ভাল উড়েছি ।
আমার উড়া দেখে সব মানুষ হাততালি দিচ্ছিলো।
স্বামী-স্ত্রীর মধ্যে কথোপকথন
স্বামী: পাশের ভাড়াটিয়ার কাছ থেকে একটু চিনি নিয়ে এসো তো?
স্ত্রী: ওরা আমাদের চিনি দেবে না।
স্বামী: ওরা তো খুব কঞ্জুস!
স্ত্রী: ওদের কিপ্টেমির কথা আর বোলো না।
স্বামী: তাহলে আর কী করা; আমাদের আলমারি থেকেই চিনি বের করে চা করে নিয়ে এসো যাও।
নারী: আমি তোমাকে
পুরুষ: আমিও তোমাকে
নারী: আমি বহুদিন ধরে স্বপ্ন দেখে এসেছি, এই দিনটির
পুরুষ: এই জীবনে এর চেয়ে তীব্রভাবে আর কিছু চাইনি আমি
নারী: তোমার সবাই রাজি হবে তো?
পুরুষ: আমার পক্ষের কাউকে নিয়ে চিন্তার কিছু নেই। তোমার দিক থেকে কেউ বিরোধিতা না করলেই হলো
নারী: আমার পক্ষের সবাই বহু আগে থেকেই রাজি
পুরুষ: চমত্কার
নারী: অবশেষে তুমি আর আমি
পুরুষ: হ্যাঁ, চলো, যাওয়া যাক
নারী: চলো
তারা দুজন চলল ডিভোর্সের কাগজপত্র জমা দিতে।
(সংগৃহিত)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




