মনে হয় থমকে গেছে সময়।
তবুও পাইনা ভয়
এই গুমোট আঁধার জানি ঝড়ের পূর্বাভাস
শীর্ণ পাঁজরে গুমরে মরে ক্ষুব্ধ মেঘের শ্বাস
সাত আসমান কাঁপিয়ে জানি আবার আসবে ঝড়
সব পংকিল দূর হয়ে যাবে, 'আবার সকাল হবে'।
অভিজাত ঘুমে অচল হয়ে যারা আছে আজ পড়ে
সেসব অলস বিবর্ণ বিবেক আবার উঠবে জেগে
দরিয়ার গর্জনে
নূহের প্লাবনে
কালবৈশাখীর প্রবল ঝড়ের পরে।
স্বাপ্নিক কবি (কবি ফররুখ আহমদ), এই দেখ, হারিয়ে যাইনি আমি।
হারিয়ে যাইনি কোন বিভ্রান্তির বাঁকে
মেঘের আড়ালে সূর্যটা যে সাতরঙ ছবি আঁকে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




