"ঘরের চালে এটি কবুতর বসে আছে। এক ঝাঁক কবুতর চালের উপর দিয়ে উড়ে যাচ্ছিলো। চালের উপর বসে থাকা কবুতর জিজ্ঞাসা করলো, -তোরা কতো জন?
ঝাঁকের এক কবুতর উত্তর দিলো- আসছি যতো, আসবে ততো, তার অর্ধেক, তার পাই, তোরে লইয়া আমরা শত ভাই।"
আপনারা কি বলতে পারেন ঝাঁকে কতোগুলো কবুতর ছিলো?
এসো তবে ধাঁধাঁ খেলি-০১ এর ধাঁধাঁ ও উত্তর
"এক মহিলা খেয়া পার হওয়ার জন্য গেলো খেয়া ঘাটে। মাঝিকে বললো- ভাই আমাকে পার করেন। মাঝির উত্তর এক আনা লাগবো। আমার কাছে কোন পয়সা নাই,মহিলা বললো। মাঝি বললো তবে তোমার স্বামীর নাম বলো। মহিলার ঝটপট উত্তর-" তিন তেরো দিয়া বারো নয় দিয়া আইনা পূরণ করো, এইটা আমার স্বামীর নাম, এইবার মাঝি পার করো।"
মহিলা ঠিকই নদী পার হলো।
আপনারা কি বলতে পারবেন, স্বামীর নাম।
ধাঁধাঁ-০১ এর উত্তর: ষাইডা ( ষাট ) মিয়া। { সূত্র- (১৩*৩)+১২+৯=৬০}
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০০৮ রাত ৩:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




