রাজা প্রজারক্ষক, বিচারক, প্রজাপালক এবং করগ্রাহক। কিন্তু রাজ্যের যথার্থ অধিকারী প্রজা। দায়িত্ব প্রজারই অধিক। রাজ্য প্রজার। রক্ষা করার দায়িত্ব বাসিন্দা মাত্রেরই। যদি রাজ্য মধ্যে মানুষ থাকে, হৃদয়ে বল থাকে, স্বদেশ বলিয়া জ্ঞান থাকে, পরাধীন শব্দের যথার্থ অর্থবোধ থাকে, ধর্মবিদ্বেষে মনে মনে পরস্পর বৈরীভাব না থাকে, জাতিভেদে হিংসা, ঈষা ও ঘৃণার ছায়া না থাকে, অমূল্য সময়ের প্রতি সবর্বদা লক্ষ্য থাকে, আলস্য অবহেলা এবং শৈথিল্য বিরোধী যদি কেহ থাকে, চেষ্টা থাকে, বিদ্যার চর্চা থাকে,....., যুগান্তরে হউক, শতাব্দী পরে হউক, সহস্রাধিক বর্ষ গতে হউক, কালে হউক, অন্ধকারাছন্ন পরাধীনতা গগনে স্বাধীনতা সুর্য্যের পুনরুদয় আশা একবার করিলেও করা যাইতে পারে।
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




