প্রতিদিন সকালে বিশ্ববিদ্যালয়ে যেতে হয় আজিমপুর এর উপর দিয়ে । আজ চার বছর ধরে এই পথে চলা । এই দিক দিয়ে যেতে আসতে অনেক অস্বাভাবিক জিনিস চোখে পড়ে । তবে এক একদিন এক একরকম । কিন্তু প্রতিদিন একটা অস্বাভাবিক ব্যাপার দেখাই লাগে সেটা হল ট্রাফিক পুলিশ এর একটি বাস কে সিগন্যাল পার হতে দেবার সময় টাকা নেয়া । যতক্ষণ টাকা দেবেনা ততোক্ষণ বাস চালক কে ছাড়া হবেনা । কি আশ্চর্য ব্যাপার তাইনা?
তবে ওই রুটে যারা চলে তাদের শয়ে গেছে ।আর আমার অস্বাভাবিক লাগাটাও আজ স্বাভাবিক হয়ে গেছে ।তবে একটা প্রশ্ন থেকে যাই আমাদের প্রধান মন্ত্রি কি অযথাই তাদের বেতন , রেশন এমনি এমনি বাড়ালেন ?
একদিন এক ট্রাফিক পুলিশ এর সাথে কথা বললাম । তার কথা শুনে আমি তো থ মেরে গেলাম । সে ১৫০০০/= টাকার ভাড়া বাড়িতে থাকে । একটা ছেলে সে ধানমণ্ডি নামকরা ইংলিশ মিডিআম স্কুল এ পড়ে । সে না হয় তার সামর্থ্য আছে তাই পড়াচ্ছে । কিন্তু যখন আমি জিজ্ঞাসা করলাম আপনারা এভাবে টাকা নেন কেন? তার উত্তরে আমি যার পর নাই আশ্চর্য হলাম ।
উত্তরটা হলঃ
আমরা সবাই তো আর টাকা নিতে চাইনা । কিন্তু ইচ্ছা না থাকলেও নিতে হয় । ওই দেখেন সার্জেন্ট দাড়িয়ে । আমরা ছেড়ে দিলেও ওরা ছাড়ে না। বরং আরও বেশি জরিমানা দিতে হয়। তাইতো ড্রাইভার রা আমাদের কে আগেই টাকা দিয়ে দেই।
কি বলবো এখন? আসলে আমাদের গোড়াতেই পচে গেছে। এখন মুক্তির উপাই কি? জানি জানা নেই কারোর । কেও পারবেওনা এর সমাধান দিতে । কারণ যারা সমাধান করবে আজ তারাই বিপর্যস্ত ।
তবে কি হবেনা এই সমস্যার কোনই সমাধান ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




