স্যাটালাইট চ্যানেলের আগ্রাসন, ভিনদেশী সাংস্কৃতির অন্ধ অনুকরণ আর সর্বোপরি ধর্মীয় অনুশাসনকে পাশ কাটিয়ে নিজের খেয়ালের দাসত্ব - ইভ টিজিং এর জন্য দায়ী।
১। লক্ষ্য করলে দেখা যাবে ইভ টিজারদের একটি বড় অংশ হচ্ছে তরুন সমাজ যাদের সামনে না আছে কোন আদর্শ না তাদের জীবনে আছে কোন লক্ষ্য। স্যাটালাইট সাংস্কৃতির জোয়ারে তাদের সামনে আদর্শ হিসাবে এসেছে পর্দার নায়কেরা, (বেশীরভাগ ক্ষেত্রে) নায়িকাদের সাথে যাদের সম্পর্ক শুরুই হয় ইভ টিজিং দিয়ে। এইসব লক্ষ্যহীন যুবকদের সামনে কোন আদর্শ উপস্থাপন না করতে পারলে যতই গলাবাজি হোক না কেন ঐ সমস্যার সমাধান হবে না।
২। প্রত্যেক সন্তান তার বাবা-মায়ের কাছ থেকেই প্রথম শিক্ষা পায়। এখন এই বাবা-মা যদি সন্তানদের সামনে নিজেদেরকে আদর্শ হিসাবে তুলে ধরতে না পারে, যদি তারা নিজেরাই সন্তানদেরকে সাথে নিয়ে ঐসব সামাজিক (ও শ্লীল) অনুষ্ঠান গো-গ্রাসে গিলতে থাকে, তবে তাদের কাছ থেকে কি সদুপোদেশ আশা করা যায় - আর না তা কার্যকরী হবে?
৩। একজন তরুনের আদর্শ কে হবেন আর জীবনের লক্ষ্য কি হবে? কোন প্রকার ভনিতা ছাড়াই বলা যায় আদর্শ হওয়া উচিৎ যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ তিনি। আর লক্ষ্য হবে "মানুষকে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ"। যার মধ্যে এই দুইটি গুণ থাকবে তার দ্বারা ইভ-টিজিং বা অন্য কোন অপকর্ম সংঘটিত হবে না -এ ব্যাপারে নিশ্চিত থাকা যাবে।
.........সময় এসেছে সমস্যার মূল নিয়ে চিন্তা-ভাবনা করার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





