
মন্টু মিয়ার বাগান বাড়ির চারিদিকের এমন স্নিগ্ধ। চোঁখ ফেরানো দায়।
কিছু দিন আগে বাড়ি গেছিলাম তো এক ছোট ভাই বলল মন্টুমিয়ার বাগান বাড়িতে যাবে। বাড়ি থেকে ঘন্টা দুয়েকের পথ তবুও কখনও যাওয়া হয়নি, তাই রাজি হয়ে গেলাম। মন্টু মিয়ার বাগান বাড়ি সাতক্ষিরা সদর থেকে একটু ভেতরে অবস্থিত।
ছোট ভাই বলল তারা একটি পিকাপ ভাড়া করেছে । পিকাপে করে যাবে । আমি বললাম পিকাপে কি ভাবে যাব। ভাইয়াটি বলল যখন যাবেন তখন দেখবেন কিভাবে যাবেন। আমি তো আবার একটু রোমাঞ্চ প্রিয় তাই রাজি হয়ে গেলাম। শুক্রবার সকাল ১০ টার দিকে আমরা বেরিয়ে পড়লাম মন্টু মিয়ার বাগন বাড়ির উদ্দেশ্যে।

আমাদের পিকাপ রেডি।

সবাই মিলে মন্টু মিয়ার বাগান বাড়ি জয় করতে চলেছি।

সবাই মিলে ছবি তোলার ধুম।

ফটো তোলা থামছেই না।

ঘুরতে গিয়ে সেলফি না তুললে হবে।

এমন আম গাছ মন্টু মিয়ার বাগান বাড়িতে শত শত।

চিড়িয়া খানায় আছে ম্যাকাও পাখি।

হাতে পাতা নিয়ে দাড়ালেই হরিন গুলো ছুটে আসে।

ছবির আইডিয়া আমার মাথা থেকে। সারি সারি পাম গাছের সাথে আমরা কজন।

ইচ্ছে করলে এমন বাড়িতে রাত কাটাতে পারবেন।

ভেতরের রাস্তায় হাটাহাটি।

সত্যি সত্যি কুমিরের মূখে পড়লে কি হত জানিনা। তবে এখন আনলিমিটেড ফান হচ্ছে।

কিছু কথা বলি ফুলের সাথে
কিছু কথা সবুজ পাতার সাথে
কিছু কথা সবুজ ঘাসের সাথে
কিছু কথা বলি এই অপরুপ প্রকৃতির সাথে।

এসো কাছে নেবে কিছু রং
ভাব কি এত
কর কেন এত ঢং।
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




