১। বেওয়ারিশ কুকুর বড্ড বেড়ে গেছে, একটু ব্যবস্থা নেন
২। অলি-গলিতে রাস্তা বড্ড এবড়ো-থেবড়ো, একটু নজর দিন
৩। অলিতে-গলিতে বাতি জ্বলে না। আমার গলিতে তিনটি ল্যাম্প পোষ্ট-এ লাইট জ্বলে আজ আট বছর।
৪। রাস্তায় খুড়াখুড়ির কাজগুলি বিভিন্ন মন্ত্রানালয়ের সাথে সমন্বয় করে নিন।
৫। লোকজন সিটি কর্পোরেশনকেও ট্যাক্স দিচ্ছে আবার প্রাইভেট কোম্পানীও কে টাকা দিচ্ছে ময়লা পরিস্কার করার জন্য, কিন্ত ঢাকার প্রায় প্রতিটি এলাকা যেন ময়লার ভাগার। দয়া করে নজর দিন।
৬। যত্র-তত্র বাসের/গাড়ী ষ্টপেজ/পার্কিং এ কর্ম ঘন্টা নষ্ট হচ্ছে, কিছু একটা করেন।
৭। বড় ড্রেন ছোট ড্রেন প্রায় সময় বন্ধ থাকে, তার ফলে এলাকায় জল-বদ্ধতা সৃষ্টি হচ্ছে, আপানার এখানে স্কোপ আছে কিছু করার।
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১৫ দুপুর ২:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




