পরিচিত ৩ জন ডাক্তার ছোট ভাই মোস্তাফিজুর রহমান রুবেল (সলিমুল্লা মেডিকেল কলেজ), নিখিল চন্দ্র রায় (ঢাকা মেডিকেল কলেজ) ও সামিউর রহমান (বগুড়া মেডিকেল কলেজ) এর সহযোগিতায় নীলফামারী জেলার ২ নং গোড় গ্রাম ইউনিয়নে একটা ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করতে যাচ্ছি ঈদের ৩য় দিনে উত্তর বঙ্গের মঙ্গা পিড়িত এলাকার গরিব মানুষদের জন্য।
মেডিকেল ক্যাম্পে গ্রামের মানুষদের আমরা যে সেবাগুলো দেব তা নিম্নরূপ:
১) অনুমানিক ৫০০ মানুষকে ফ্রি চিকিৎসা
২) ডাক্তারের ব্যবস্থাপত্রের সাথে আগামী ১৫ দিনের জন্য প্রয়োজনীয় ওষুধ ও
৩) রক্তের গ্রুপ নির্ধারণ।
যেহেতু জিলা শহরের হসপিটাল গুলোতে কোন ব্লাড ব্যাঙ্ক থাকে না তাই আমরা গ্রামের মানুষদের রক্তের গ্রুপ নির্ধারণ করে নিজেদের কাছে (হালিমা-ফারুক ফাউন্ডেশন) রাখব যাতে করে নিজেদের প্রয়োজনে নিজেরাই রক্ত সংগ্রহ করতে পারে।
আমরা ওষুধ কোম্পানির লোকাল রিপ্রেজেনটেটিভদের সাথে যোগাযোগ করেছি; তাদের মধ্যে ২/৩টি কোম্পানি সীমিত আকারে সাহায্য করবার প্রতিশ্রুতি দিয়েছে। যেহেতু আমরা ৫০০ এর অধিক মানুষকে সেবা দেবার উদ্যোগ নিয়েছি তাই বেশি পরিমাণে ঔষধের প্রয়োজন।
ব্লগে যারা আছেন তাদের কেউ ঔষধ কোম্পানি কর্মরত থাকলে বা সেখানে আপনাদের পরিচিত কেউ থাকলে অনুগ্রহ পূর্বক একটু খোজ নিয়ে জানাবেন কি কোন কোম্পানি সেই মেডিকেল ক্যাম্পে প্রয়োজনীয় ঔষধ স্পন্সর করতে আগ্রহী কি না?
**************************************************
৩ টা সু-সংবাদ দেই,
**************************************************
১) আমার হাই স্কুল বন্ধু যার রোল ছিল আমার পূর্বেরটি ; সে বর্তমানে স্কয়ার ফার্মাসিউটিকাল কোম্পানিতে কর্মরত। সে নিশ্চিত করেছে তার পক্ষে যতটুকু সম্ভব ঔষধ সরবরাহ করতে।
২) নিলফামারী সদর হসপিটালের পরচালক কথা দিয়েছে সে ব্লাড গ্রুপিং করার জন্য একজন মানুষ সরবরাহ করবে।
৩) নিলফামারী সদর হসপিটালের পরচালক নিজে উপস্হিত থেকে মেডিকেল ক্যাম্পের উদ্ভোদন করবেন বলে নিশ্চিত করেছেন।
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১৩ ভোর ৫:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




