১. মাসছয়েক আগে একটি মুভি দেখেছিলাম, 'প্যারাডাইস নাউ' নামে। ছবিটা ২০০৫ সালে নির্মিত। ছবিটার খোঁজ পাই সামু ব্লগে রিভিউ দেখে। ছবিটার পরিচালক হানি আবু সাইদ। ছবিটা মূলত দুজন প্যালেস্টাইন বাল্যবন্ধু যুবক সাইদ আর খালেদের তেল আভিভে ইসরাইলী স্থাপনার উপর আত্নঘাতী হামলা চালানো এবং তাদের জীবন নিয়ে। যুবক দুজন হামলা চালানোর আগের দিন ভিডিও রেকর্ড করে। তবে ছবিটার কথা এখানে নয়। গুলশানের হলি আর্টিজানে দুঃখজনক ঘটনার পর আমার মাথায় যে জিনিষটা ঘুরছে, সেটা হল সাইদ আর খালেদ যেভাবে, যে স্টাইলে ভিডিওটা রেকর্ড করে, নিরবাস গং একই ভাবে একই স্টাইলে তাদের ছবি 'আমাক' আর সাইট ইন্টিলিজেন্সএ পাঠায়!!
২. বন্ধুর সাথে 'হাশিস' এর বর্তমান ব্যবহার (এন্টি ক্যান্সার) নিয়ে ফেবুতে আলোচনা/মতদ্বৈধতা নিয়ে গুগল করতে গিয়ে আগ্রহযুক্ত একটা তথ্য পেলাম।
এসাসিন(assassin) শব্দটা এসেছে হাশিস (hashish) থেকে। মিথটার সুত্র হল মার্কো পোলো। তার 'দি এডভেঞ্চার/ট্রাভেলস অফ মার্কো পোলোতে এরকম একটি ঘটনার উল্লেখ রয়েছে। গল্পটা হল, আল হাসান ইবনে আল সাবাহ 'হাশিস' ব্যবহার করে তরুনদের তার অনুসারী হিসাবে ব্যক্তিগত আর্মিতে রিক্রুট করত। যাদেরকে বলা হত এসাসিন্স(aschishin- follower of Hassan)।
১১ শতকের দিকে ইসমাইলি সম্প্রদায়ের পারসিয়ান অংশের প্রধান হয় আল হাসান। ১০৯০ সালের দিকে আল হাসানের দল উত্তর পশ্চিম পারসিয়ার রুদবার পার্বত্য প্রদেশের 'আলামুট'( ঈগলের বাসা) দুর্গ দখল করে নেয়। ১২৭৩ সালে প্রায় দেড়শ বছর পর মার্কো পোলো এই এলাকা ভ্রমনে যান।
কাস্পিয়ান সাগরের দক্ষিনে এই আলামুট দুর্গ থেকেই আল হাসান সন্ত্রাস ছড়িয়ে দিতে থাকে। 'পাহাড়ের বুড়ো' নামে আল হাসান কুখ্যাতি লাভ করে।
আগ্রহদ্দীপক অংশটা হল, মার্কো পোলো লিখেছেন, "পাহাড়ি বুড়ো" হাসান, তরুন/ কিশোরদের রিক্রুট করতো, যারা তার জন্য যোদ্ধা/খুনি হতে পারবে। তাদেরকে 'হাশিশ' (গাঁজা)র তৈরি শরবত খাওয়ানো হত। তিনদিন ঘুমিয়ে থাকার পর তাদেরকে এক বাগানে নিয়ে ঘুম ভাংগান হতো। বাগানে কুমারী যুবতীরা থাকতো। নৃত্য,সংগীত, ছলাকলায় রিক্রুটদের কোন ইচ্ছাই অপূর্ণ থাকত না। এমন ভাবে তাদের দিন কাটতো যে নিজ ইচ্ছায় এই 'স্বর্গ' তারা ত্যাগের চিন্তাও করত না। আবারো শরবত খাওয়ানোর পর তারা ঘুমিয়ে পড়লে এবার তাদের ঘুম ভাংগান হত 'পাহাড়ি বুড়ো' আল হাসানের সামনে। হাসান তাদেরকে বলত, সে তাদের কে বেহেশত এর ঝলক দেখিয়েছে। যদি তার সাথে থাকে অথবা তার জন্য মৃত্যুবরন করে তবে চিরকালের জন্য তারা বেহেশত পাবে.....। এভাবেই তৈরি হয় প্রথম কিলার সন্ত্রাসী দল।।। হাসাসিন থেকে আসে 'এসাসিন'।
মিথটার মধ্যে কিছু অসংগতি আছে। হাশিশ বা গাজা তরল অবস্থায় বা শরবত হিসাবে নেশার জন্য ব্যবহার হয়না। খুব সম্ভবত হাসান অন্য কোন নেশা জাতীয় পানীয় ব্যবহার করত। হয়তো, হাসানের কিলার রিক্রুট দল (aschisin) থেকে assassin এসেছে।
মনে পড়ছে কি গুলশান ট্রাজেডি তে জংগীরা ব্যবহার করেছে বলে কথিত ' ক্যাপ্টাগন' ড্রাগের কথা?
আল হাসানের সাথে ' হাসনাত আর করিম'???
তথ্যসূত্র: অন্তর্জাল
Hashshashin fortress of Alamut-
pic: wikipedia
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৩৮