উড়ে এসে জুড়ে বসা কিছু মুখ, আজ একই পথে হেঁটে চলে,
অপরিচিতা পরিচয়ের মাঝে, আজ বন্ধুর বেশে।
কেউ তাড়াতাড়ি তাড়াহুড়ো করে জীবনের মানে খোঁজে,
কারো কারো আজ বয়সটা কম তবু,সহজেই সবই বোঝে।
সাধারন জীবনের সাদা রঙ গল্পের মাঝে যাত্রাতে,
ভালবাসা, বিরহ, হাসাহাসি, দুঃখ সবই আছে।
সবকিছু একসাথে দুর থেকে একবারে দেখে নিলে,
জীবনটা অদ্ভুত সুন্দর, অসাধারন তুমি বলবে....
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




