ঢাকার বাংলামটর ক্রসিং, শেরাটন ও সোনারগাঁও হোটেলের আশপাশে হত্যাসহ বড় ধরনের অপরাধ এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় চরমপন্থি সর্বহারাদের হামলার আশঙ্কা করছে কয়েকটি গোয়েন্দা সংস্থা। সংস্থাগুলোর মতে, বর্তমানে ঢাকায় সর্বহারাদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে।
সূত্র মতে, সর্বহারাদের একটি বিরাট সশস্ত্র অংশ ঢাকার বাড্ডার কুড়িল, বিশ্বরোড, মোল্লারটেক, ময়নারটেক এবং মোহাম্মদপুরের ভেড়িবাঁধ এলাকায় আত্দগোপন করে আছে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ফারুক আহমেদ বলেন, ঢাকায় কয়েকটি মহল্লায় সর্বহারাদের তৎপরতার আভাস পাওয়া গেছে। তিনি আরো বলেন, গতিবিধি লক্ষ্য করা হচ্ছে এবং সন্দেহভাজনদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০০৬ সন্ধ্যা ৬:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




