আজকে দুপুর থেকে হুদাই আমার মন খারাপ হয়ে গেছে
আজাইরা একটা মন নিয়া ত্যক্ত, বিরক্ত, অতিষ্ঠ হয়ে গেলাম!
আমার এক আপু বলেছিল, মন খারাপ হইলে কাগজ কুটিকুটি করে ছিড়ে ফেলবা । কিছুক্ষণ ছিড়াছিড়ি করতে থাকলে দেখবা মন অটোমেটিক ভাল হয়ে গেছে
কিন্তু আমার এত্ত এত্ত খারাপ লাগছে যে কাগজও ছিড়তে ইচ্ছা করতেসে না
কি যে করি কিছুই বুঝে উঠতে পারতেসি না ;(
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০০৮ রাত ৯:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




