প্রিয় ব্লগার,
আপনাদের সবাইকে ঐতিহাসিক 'নতুন' বাংলাদেশে স্বাগতম। গত কয়েক বছরে বাংলাদেশের সাধারণ মানুষজন যে দমবন্ধ পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে সামহোয়্যারইন ব্লগও তার ব্যতিক্রম নয়। সরকারের নানা ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সমালোচনামুলক পোষ্ট মুছে দেয়ার জন্য আমরা বহুবার অনুরোধ পেয়েছিলাম। সুনির্দিষ্ট ইমেইল ডোমেইন অথবা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের চিঠি ছাড়া কোন পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ নেই জানানোর পর সরকারী বিভিন্ন সংস্থার কাছ থেকে আমরা পেয়েছিলাম প্রচ্ছন্ন হুমকি। এই মনস্তাত্ত্বিক চাপ সামলিয়ে ব্লগ পরিচালনা করা ছিলো ভীষণ চ্যালেঞ্জের ব্যাপার। পরবর্তীতে, আমাদেরকে বিভিন্ন সময়ে উদ্দেশ্য প্রনোদিতভাবে বিতর্কিত করার নানা চেষ্টা গ্রহণ করা হয়েছে এবং সর্বশেষ পন্থা হিসাবে সামহোয়্যারইন ব্লগকে একটি পর্নোগ্রাফিক সাইট হিসাবে ঘোষণা দিয়ে তা বন্ধ করে দেয়া হয়।
আপনারা জানেন, একটি ব্লগ পরিচালনা করার জন্য বেশ অর্থের প্রয়োজন হয়। সেটা ব্লগের ব্যাপ্তি, তথ্যে আদান প্রদানের আকার সহ ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করে। আমাদের দেশীয় অনেক ব্লগের পক্ষে নুন্যতম পরিচালনা ব্যয়টকু জোগাড় করা সম্ভব হয়ে উঠছিলো না বিধায় অনেক বিষয় ভিত্তিক ব্লগ বন্ধ হয়ে গেছে। আবার অনেক বড় কর্পোরেট ফান্ড থাকা স্বত্বতেও স্বাধীন মত প্রকাশের জটিলতা এড়াতে কটি জনপ্রিয় ব্লগ বন্ধ করে দেয়া হয়েছে। সামহোয়্যারইন ব্লগকেও বন্ধ করে দেয়ার পরবর্তী সময়ে আমরা সকল বিজ্ঞাপন হারাই এবং আর্থিক সমস্যার কারণে আমাদের ব্লগকে আমরা প্রয়োজনীয় সংশোধন, সংযোজন ও আপডেট করতে পারি নি। আমাদের ব্লগাররা অসম্ভব ধৈর্য্য ধরে আমাদের সাপোর্ট দিয়েছেন, ব্লগিং করে চলেছেন শুধু তাই নয় – এরা সবাই এই ব্লগটিকে অন্তরে ধারণ করেছেন। আপনাদেরকে আমরা জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
তারুণ্যের শক্তিতে যে নতুন বাংলাদেশ গড়ে উঠছে, সেখানে আমাদের প্রত্যাশা থাকবে, কোন রাজনৈতিক দল যেন ফ্যাসিস্ট হবার সুযোগ না পায়। স্বাধীনতা বিরোধী নতুন ও পুরানো সকল শক্তির বিরুদ্ধে আমাদের অবস্থান একই থাকবে। সামহোয়্যারইন ব্লগ মানুষের কথা বলার একটি স্বাধীন মঞ্চ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিলো, আমরা সেই ধারা অব্যাহত রাখতে চাই। বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান গ্রহণকারী এবং মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে গিয়ে যারা স্বৈরাচারী রাষ্ট্রব্যবস্থা ও অন্যায় গুম, খুনকে সমর্থন করেছেন তাদের সবাইকে আমরা একই দৃষ্টিতে দেখি। তবে কেউ যদি নিজেদের ভুল ত্রুটি স্বীকার করে, নিজেদের সংশোধন করতে সকলের মতামত চান, আলোচনা করেন, সেখানে আমাদের সমর্থন থাকবে।
বর্তমান সময়ে আমরা নানা কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নির্ভর করি, নিত্য নতুন ফিচার, আধুনিক সুযোগ সুবিধা এবং সর্বপরি সকলের কাছে সহজে পৌঁছানোর মাধ্যম হিসাবে এই নির্ভরশীলতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই আমরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের পদচারণ কিছুটা বৃদ্ধি করতে চাই। দীর্ঘদিন ধরে আমাদের ফেসবুক পেইজটিও ইন অ্যাক্টিভ হয়ে আছে। আমরা আমাদের ব্লগের কারিগরি উন্নয়নের স্বার্থে কিছু বিকল্প পরিকল্পনা করছি, যা আপনাদের সামনে আমরা প্রয়োজনীয় আলোচনা এবং অনুমোদন সাপেক্ষে তুলে ধরব। এই মুহূর্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের অবস্থানকে আরো একটু বিস্তৃত করতে চাই। আমরা দায়িত্বশীল এবং যৌক্তিক আলোচনায় অংশ নিতে পারেন এমন ব্লগারদের একটি প্যানেল করতে চাই। এর পাশাপাশি, যারা পাবলিক ভিডিওতে আলোচনায় অংশ নিতে চান, তারা অনুগ্রহ করে এই পোস্টে কমেন্ট করে জানান এবং সামহোয়্যারইন ব্লগের আনুষ্ঠানিক ফেসবুক গ্রুপ এ যুক্ত হোন।
আমরা চাই ব্লগাররা এই নতুন বাংলাদেশ সম্পর্কে তাদের প্রত্যাশা সম্পর্কে লিখবেন, এই নতুন বাংলাদেশে সমাজের সচেতন অংশ হিসাবে আপনারা কি ভূমিকা পালন করতে চান সেই সম্পর্কেও জানাবেন। গত কয়েক বছরে আপনারা কেমন বাংলাদেশ দেখেছেন, যদি আপনাদের কোন তিক্ত অভিজ্ঞতা থাকে, নির্যাতনের স্বীকার হয়ে থাকেন সেটাও লিখবেন। আমরা ব্লগারদের এই মতামত ও অভিজ্ঞতাকে প্রকাশনার মাধ্যমে সংরক্ষণ করব। পোস্ট প্রকাশ করার পর অনুগ্রহ করে এই পোস্টে তা যুক্ত করবেন। যারা পোস্ট প্রকাশ করবেন, তারা অনুগ্রহ করে এই পোস্টের কমেন্ট বক্সে তাদের পোস্টের লিংকটা সংযুক্ত করবেন।
সবাই ধন্যবাদ। শুভ ব্লগিং।
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:০৮