
এক.
নির্জন কিংবা জনাকীর্ণ ফুটপাতে হাটা যাবে
কিংবা মোহনীয় পৃথিবীকে পিছে ফেলে দূর
তেপান্তরে চোখ রেখে বলা যাবে
বলা যাবে এই বুকে হাত রেখে।
ঝিরঝিরে ভাললাগা বুকে পুষে
ফাগুনের পড়ন্ত বিকেল
নতজানু মন থেকে দানাবাঁধা স্বপ্ন হাতে নিয়ে
সিক্ত হৃদয়ে সম্মোহনী গান
জানি তুমি শুনবে-
জানি বুঝবে খুব আনমনে দিগ্বলয়ে
হারিয়ে যাবার এখনই সময়।
দুই.
মনের অজান্তে এক গোপন সুখ- মনের কাছাকাছি
আজো রয়ে গেছে; তাই
মাঝ নিশীতে আমার ঘুম ভেঙে
পোড়ো বাড়ীটার কথা মনে পড়ে নিঃশ্বাস
খুব সহজ মনে হয়- মনে হয়
বুক ভরা বাতাস
আর সেই কার্নিশ ধরে তুমি
বাতাসে চুলের ঘ্রাণ
বুক ভরা ভাললাগা- পাশাপাশি।
ছবিঃ গুগল

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


