গান, আমার একান্ত ভালোবাসা- ভালোলাগা। যদি সে ভালোলাগায় ব্যাপন প্রক্রিয়ার আগমন ঘটে তবে সেটা আরো ভালোলাগার... রূপমের শুনি আজও সেই দূরের তলব গানটা পোস্ট হিসেবে দেয়ার পর এরকমই হয়েছে। মাশীদ রূপমের আরো গান আপলোড করতে অনুরোধ করেছেন। তাই ভালোলাগা চারটি গান সবার জন্য.... রাগ ইমন, পথিক, অঃরঃপিঃ, ঝড়ো হাওয়া, শেখ জলিল, মাশীদ, সাবি্বর আর গান ভালোবাসাবাসি মননশীলদের..
১. স্বপ্ন...
স্বপ্ন ভাঙার পৃথিবীতে
স্বপ্ন হয়ে এলে তুমি
স্বপ্ন দেখার স্বপ্ন একার
বদলে দিলে তুমি
মায়াবলে কোন আঁচলে
ঢেকে দিলে স্বাধীন আকাশ
স্বাধীনতা মিথ্যে কথা
আমার রক্তে হাসি ক্রীতদাস
... ..
২. আমি তোমার ভালোবাসা চাই
আমি তোমার চোখের কালো চাই
তাই তোমার দিকে তাকাই
তুমি তাকাওনি আমার দিকে
তাই ধূসর বিকেল
কালো রাস্তাও রঙ হারায়
ধূসর ধোঁয়ায়
... ..
আমি তোমার ভালোবাসা চাই
তাই তোমায় ভালে বেসে যায়
বলো আমার মন চাহিদায়
কি মন দেয়া যায়?
... ..
৩. কমলো মেঘেদের ওজন
কমলো মেঘেদের ওজন
বৃষ্টি বলে প্রয়োজন তাকে
যে খুঁজে আমাকে
দৃষ্টি ভেজে বৃষ্টিতেই
সৃষ্টি ছাড়া সৃষ্টিতেই
অশ্রু-বিভোর তবু জানে না কেন সে কাঁদে
... ..
৪. ভালোবাসা সময়কে হারাবেই
তবু দূর আকাশে চাঁদ হাসে
তবু ফুল ফুটে তার সুবাসে
মন হয়ে উচ্ছল পেতে চায়
তোমাকে, শুধু তোমাকে
... ..
একদিন তুমি এসেছিলে
একদিন ভালোবেসে ছিলে
ভালোবেসে ছিলে হেসে ছিলে
তারপর কী হলো জানি না
... ..

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



