আজ আবার তাকালাম
ধ্বক করে উঠলো ভিতরটা।
নষ্ট সময়ে নষ্ট কথা
নষ্ট আমি,
খুব ব্যস্ত নষ্ট গান শোনাতে
নষ্ট সভ্যতায় তাদের ভোলাতে।
সেই নিষ্পাপ চোখগুলোর দিকে
আবারও তাকালাম
ধ্বক করে উঠলো ভিতরটা।
সভ্য বেশে সভ্য ভাষণ
অসভ্য আমি,
খুব ব্যস্ত হয়ে শোনাই সভ্য গান
দিলাম ছড়িয়ে সভ্য নষ্টামির ঘ্রাণ।
সেই নিষ্পাপ চোখগুলোর দিকে
আরেকবার তাকালাম
আনন্দে হেসে উঠলো ভিতরটা।
[আন্ডার]জবানবন্দিঃ[/আন্ডার]
নিষ্পাপ চোখগুলো বড্ড জ্বালাতো
সেই দৃষ্টিতে আপন ধ্বংস দেখতাম
ভয়ে বাহির-অন্দর কেঁপে উঠতো!
তাই বারংবার স্পর্শের চেষ্টা-
পাপের স্পর্শে দংশন করতাম। ।
পরাজিত ব্যর্থ চিত্ত নিয়ে শেষবার
সভ্যতার বেশে ছোঁবল হানলাম
বাস্তবতায় তখনই বিজয়ী হলাম।
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০০৬ রাত ৩:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



