গতকাল ইটিভি দেখছিলাম । "১৫ কোটি মানুষের ৬০ কোটি হাত" বর্তমান সেনাপ্রধানের আবিষ্কার (মগজ হাটু হইলে কি হবে অংকে ভালো !!) ১৫ কোটি মানুষের ৩০ কোটি হাত । সেই দুই হাত কাজে লাগালে (তারেক ও এই কথা কইছেছিল তার আগে আরো অনেকেই কইছে) আমরা ও ..........
এর আগে যারা এইসব কইছে তারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ছিল । তারা তো খুব খারাপ !! তাই না তারা এসব বলত । তবে তারা সরকারী চাকরীরত অবস্থায় এইসব তেমন বলতনা । সরকারী চাকুরী ছেড়ে দিয়ে , উর্দি ফেলে এইসব বলত ।
আর উনি ও তার ব্রাদারদের (শুধু দেশি নয় , পাকিস্তানী) মতনই আচরণ আর কথাবর্তা শুরু করছেন ।
বা বা চমৎকার । এর আগে জিয়া কিংবা তার আগে এরশাদ এমন বলতেন ।
একটি বেসরকারী টেলিভিশন কতখানি প্রেসারে থাকলে সরকারী চাকুরে সেনাপ্রধানের বাণী প্রচার করে এবং সেই বাণীতে উদ্বুদ্ধ হয়ে আরেকজন মে: জেনারেল টাইপ তা দিয়ে গান লিখে ফেলল আর তা থেকে একবারে মিউজিক ভিডিও আর তার ফাও প্রচার করে যাচ্ছে বেসরকারী টেলিভিশণ চ্যানেল । উয়াও !!! আমরা আহ্লদিত । আমরা গদগদ হয়েছি যেমন একজন সেনাশাসকের মাটি বসে থাকা ,খাল কাটা দেখে , আর খুশি বাগবাকুম হয়েছি একজন সেনাশাসকের বাইসাকেল চেপে অফিস যাওয়া কিংবা কোমর পানিতে নেমে বন্যার্তদের পাশে দাড়ানো । আমরা আবেগে আপ্লুত হই এই সব মহামানবেরা যখন আমাদের আইয়ামে জাহিলীহার থেকে মুক্ত করতে আসে ।
আমরা মুক্ত হই । আমরা মুক্ত হই গনতন্ত্র থেকে , আমরা মুক্ত হই শুদ্ধ সংস্কৃতচর্চা , মেধামনন আর সৃজনশীলতার বিকাশ থেকে । আমরা নতুন বাংলাদেশী (!!) কিংবা নব মুসল্লির মতো মুসল্লি !! বারে বারে আমাদের খৎনা হয় তবু আমরা খাটি মুসলিম হতে পারিনা । পাকিস্তানীরা শেষ ৭১ চেষ্টা করেছিল পারল না তারপর জিয়া এরশাদ আর এখন মহামনব মইন । আহা কি চমৎকার !! তারপরেতে দেখ ভালো কি চমৎকার দেখা গেল !!
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



