কতোটা পথ পেরুলে তবে পথিক বলা যায়?
কতোটা পথ পেরুলে পাখি জিরোবে তার ডানা?
কতোটা অপচয়ের পর মানুষ চেনা যায়?
প্রশ্নগুলো তো সহজ আর উত্তরও তো জানা।
কতো বছর পাহাড় বাঁচে ভেঙে যাবার আগে
কতো বছর মানুষ বাঁচে পায়ে শেকল পড়ে
কবার তুমি অন্ধ সেজে থাকার অনুরাগে
বলবে তুমি দেখছিলে না তেমন ভালো করে
কতো হাজার পাড়ের পর আকাশ দেখা যাবে
কতোটা কান পাতলে তবে কান্না শোনা যাবে
কতো হাজার মরলে তবে মানবে তুমি শেষে
বড্ড বেশী মানুষ গেছে বানের জলে ভেসে ...
প্রশ্নগুলো তো সহজ আর উত্তরও তো জানা
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





