কদিন আগে যুদ্ধাপরাধী ইস্যুটি মাথাচাড়া দিয়ে উঠল। এর আগে ছিল রাজাকার নামক উপাধী । এর সর্বশেষ সংযোজন হল মানবতাবিরোধী। সময়ের সাথে সাথে কিছু নাম আমরা লক্ষ্য করছি। তাই প্রশ্ন জাগে এর আগে কি ছিল আর পরেই বা কি হবে?
আগে পরের কিছু আচ করতে চেষ্টা করি পরে না হয় অতিত নিয়ে একটু ঘাটাঘাটি করব।
কদিন পর হয়ত তাদের নাম গিয়ে দাঁড়াবে ‘ডিজিটাল শত্রু’ বা ‘অশান্তি সৃষ্টিকারী’ বা অন্যান্য আরো গালভরা নাম।
অতিত ইতিহাস ঘাটলে অবশ্য তাদের কোন নাম খুজে পাওয়া যায় না। তারা বরং ছিল জোটের অংশিদার,
আপনারা উত্তর দিন। তবে আমার মনে হয় একবার নির্বাচনে হেরে গিয়ে রাগ মেটানো এবং ক্ষমতার লোভ ও তা চিরস্থায়ী করার বাসনা।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




