মানুষ সাধারনত অন্য মানুষকে (সাধারন) ভয় পায় না। তবে যখন একজন অন্য একজনকে প্রতিপক্ষ মনে করে তখন আস্তে আস্তে তাকে ঘৃনা ও পরে কোন কোন ক্ষেত্রে ভয় পেতে শুরু করে। এটি খুব বেশি হয় রাজনীতির ক্ষেত্রে।
একজন যখন আরেকজনকে ভয় পায় তখন প্রথমে তার নামে ভুয়া, মিথ্যা প্রচারনা চালায়। এরপর তাকে সরাসরি বাধা দিতে থাকে। বাধা দেয়ার পরও কাজ না হলে তাকে আটকানোর চেষ্টা করে।(কোন কোন ক্ষেত্রে জেলে ঢুকিয়ে দেয়)
বর্তমানে এই সব ভুয়া, মিথ্যা প্রচারনা; বাধা; আটকানোর চেষ্টা; জেলে ঢুকিয়ে দেয়া; হত্যা খুব বেশি পরিমানে বেড়ে গেছে। আর এর প্রধান ভুক্তভোগি হচ্ছে বিরোধীরা...।।তার মানে কি দাড়াচ্ছে??? বিরোধীদের ভয় পাওয়া হচ্ছে???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




