Siraj ShNai এর ডাক নাম কাজল। উনার সাথে আমার যখন পরিচয় হয় তখন উনি আমি দুজনেই ব্লগার।
২০১৩/২০১৪ সালের কথা। আমরা দুজনেই এক্টিভলি ব্লগিং করি।
ভুল বললাম, আমি মূলত পাঠক। কমেন্টই করতাম বেশী।আর উনি সংগীত এর বনেদীপনা নিয়েই বেশী লেখা লিখি করতেন।উনার বাসায়ও যাওয়া হইলো বার দুয়েক।উদ্দেশ্য উনার কাছে উনিশ শতকের অনেক দুষ্প্রাপ্য গানের সংগ্রহ থেকে কিছু গান কপি করে নিয়ে আসা।
যে বাসায় আমি গেলাম, সেটা নেহায়েত নিম্ন মধ্যবিত্তদের আবাস। উনি গান শুনেন একটা ভাংগা হেডফোন কানে দিয়ে, আর যে ল্যাপটপ ব্যবহার করেন সেটার অবস্থাও খুব একটা সুবিধার না।
বাসায় আছেন উনার বোন ( যার সেই সময়ে কিডনী ট্রান্সপ্ল্যান্ট হয়েছে),বোনের স্বামী, ছোট ভাই,আর উনার কন্যা স্ত্রী সহ কয়েকজন। ছোট বোনের ফ্যামিলি উনাকে দেখতে হয়। ছোট ভাই কিংবা অই বোনের স্বামী কারো এক্সিডেন্টে শারিরিক ভাবে খারাপ অবস্থায় ছিলো যা স্পষ্টত এখন আর মনে নেই।
উনার বাসায় বসতে হলো বিছানায়।
উনি বিছানাতেই বসে বসে গান শুনেন আর ব্লগিং করেন।ক্যাডেট কলেজের মেধাবী ছাত্র এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে এম বি এ করা একজন মানুষ বেকার কেনো পড়ে রয়েছেন - এটা অইদিন আমার বোধগোম্য হোলো না।
উনার কথায় খেয়াল করলাম উনি খুবই ভাই বোন অন্তপ্রায় মানুষ। সেই কারণে নিজের বিয়ে টাও তার হয়েছে দেরীতে।
সিরাজ সাই ওরফে কাজল ভাইর সাথে এরপরও ২/৩ বার দেখা হয়েছে।
উনি যেখানেই যেতেন উনার পরিচিত একটা সি এন জি সাথে থাকতো।
সি এন জি টা উনার ভাষ্যমতে রিজার্ভ করা থাকতো উনার জন্য।
আমি ভেবে কুলাতে পারতাম না কিছু হিসাবপত্তর।
উনার সংসার আমি দেখেছি, সেখানে আয় করার লোকজন নেই, সব কিছু উনার মাথার ওপরে, কিন্ত উনার ভেতরে যে একটা আভিজাত্য পূর্ণ মানসিকতা দেখেছি- সেটা কখনো পরিবর্তিত হতে আমি দেখিনি।
উনি সংগীত বিষয়ের একজন জীবন্ত এন্সাইক্লোপিডিয়া ছিলেন। নজরুল গীতির অনেক পুরানো সংগ্রহ ছিলো উনার কাছে।
উনি মারা গেলেন ১৬/১২/২০২০ এ, আর আমি আজকে শুনলাম উনি আর বেচে নেই।
কিছু মানুষের জন্ম ভুল সময়ে ভুল স্থানে হয়েছে।
সিরাজ সাঁই তাদের অন্যতম। আমি খুব কম মানুষের জ্ঞান দেখেছি সিরাজ সাইর ইংরেজী জ্ঞানের সম তূল্য।
Rest in Peace সিরাজ সাই।
এই পৃথিবীতে তো মেলা কষ্ট পেয়ে গেলেন - কামনা থাকলো অই ভুবনে অন্তত সুখী থাকেন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


