এক অল্প পরিচিত বন্দু মানে প্রবাসে পরিচয় বন্দু যার সাথে কথা বলতে গেলাম অমর ২১ কে নিয়ে ।
সু: তপু ভাই আমরা কেমন জাতী দেখেনত
তপু: কেন কি হল আবার?
সু: না ভাই দেখেন সারা মাস অবদি বসে আছি ২১ আসবে বলে, রাত ১২ টা বাজতেই ফুলের আর মালের ঢল নামবে।
তপু: মাল ?
সু: মাল মানে মানুষ, যারা সাড়াদিন হিন্দি সিরিয়াল দেখে বছরে একবার আসি ফুলহাতে সহীদ বেদীতে শ্রদ্ধা জানাতে, আসলে কি আমরা অন্তর থেকে শ্রদ্ধা জানাই তাদের?আমাদের ভাষার প্রতি শ্রদ্ধা থাকলে সহীদদের প্রতি শ্রদ্ধা থাকলে এমন টা করতাম না।
তপু: এইটা কি কন ভাই ২১ আসে একবার আর আমাগোর জোয়ার আসে বার বার ---- যদি এমন টা হয় মইরা যামু জৌবনের জালা!
বলতে চাচ্ছি বৎসরে একবার এক ফুল নিয়েত শহীদ বেদীতে যাই কারন দেশকে ভাল বাসি ভাষা কে ভাল বাসি।
আর হিন্দি ভাষার সাতেত আছে নগ্নতা , কামতা কেমনে হিন্দিকে ছেড়ে থাকি।
সু:ঠিকি বলেছেন ভাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


