একটু নির্মল সুখের আশা
নিষ্পলক এই চাওয়া
আশার মাঝে বসবাস
হাজারো স্মৃতি অতলে হাড়িয়ে যাওয়া
একটুকরো বিশ্বাস
কবেকার সেই প্রতিশ্রোতি
'তুমি হবে আমার'
তুমি আমার না হলেও তোমার ভাল লাগার পুর্নতায় পূর্ন আমি
সেই বালক আজ যুবক
৩৫ পাড়ি দিয়ে জীবনের প্রতিটি পলক উপলব্ধি করে....
হারানোর চেয়ে পাওয়া বেশী না হলে
বেচেঁ থাকার যেমন মর্ম থাকে না
আধারের জন্যই আলোকে চেনা যায়
কষ্টে পিদিম টুকু নেভালেই যেমন
স্বপ্নভর নিদ্রারজনী
অতপর আরেকটি সকাল
সবিতার হেসে ওঠা
দিনের কর্ম ব্যাস্ততা
এই করেই কেটে যাবে যাপিত জীবন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


