অফিস থেকে বাসায় ফিরতে সময় বাঁচানোর উদ্দেশ্যে এবং জ্যামের ভোগান্তি থেকে বাঁচার জন্য প্রায় প্রতিদিনই আমি পল্টন থেকে ফার্মগেট পর্যন্ত হেঁটে যাই।
এমনিতেই বিভিন্ন কারণে ঢাকার ফুটপাতে হাঁটা সুখকর এবং নিরাপদ না। তা সত্ত্বেও আমরা নিরুপায় হয়ে ফুটপাত ব্যবহার করি। কিন্তু ঢাকার মোটরসাইকেল চালক ভাইরা পথিকের ফুটপাথে চলার একচ্ছত্র অধিকারের উপর আগ্রাসন চালায়।
তারা এত অভদ্র যে, ফুটপাথ দিয়ে মোটরসাইকেল চালানোর সময়ও হর্ণ দেয়। ঢাকায় যারা মোটরসাইকেল ড্রাইভ করে চলাচল করেন তারাতো মনেহয় না অশিক্ষিত, কিন্তু তারা এমন অভদ্র কেন আমি বুঝি না ?
একদিন আমি দেখলাম হর্ণ দেওয়া সত্ত্বেও এক ফুটপাথের পথিক সাইড না দেওয়ায় পথিককে ক্রস করে যাওয়ার সময় মোটরসাইকেল চালক পথিককে হাঁটু দিয়ে ধাক্কা দিয়ে গেলো।
নিয়ম বা আইনের কথা বলে লাভ নাই তাই আমার মনেহয় মোটরসাইকেল চালকেরা যাতে ফুটপাথে পথিকের চলার স্বাধীনতার উপর ভাগ না বসাতে পারে তার জন্য ফুটপাতেই একটা প্রতিরোধ্মূলক একটা ব্যবস্থা করা ঊচিত। যেমন: পানথ পথের দক্ষিন পার্শ্বের ফুটপাত গুলোর কিনারায় ষ্টীলের পাইপ পুঁতে দেয়া হয়েছে যাতে মোটরসাইকেল না উঠতে না পারে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





