কয়েকদিন আগে। মানে, গত বাণিজ্য মেলা থেকে। সনি এইচ-৫৫ একটা ক্যামেরা নিলাম। একজনকে গিফট দেবার জন্য। কোন এক অজানা কারনে তা আর দে’য়া হলোনা। মনে মনে কি কষ্টটাই না পেলাম ! না। খরচের জন্য না। অন্য কারণে। সত্যিই অন্য কোন কারণে।
বেশ ক’দিন আলতো আলতো করে নাড়াচাড়া করলাম। কারণ এটা যে তার জন্য নে'য়া। ফটুক তোলার মেশিনটা। আস্তে আস্তে মেশিনটার প্রেমে মজে গেলাম। আহা ! এত কাজের জিনিসটা সে নিলোনা ! ! ! অল্প ক’দিনেই এর আদ্যোপান্ত ভাজা ভাজা করে ফেল্লাম। তার অনেক স্মৃতি লেপ্টে দিলাম ওটার গায়ে। সইলোনা। বেরসিক চোর ওটা বাকীতে হাওলাদ নিয়ে গেল আমাকে না বলেই। আর নাকী দিবেনা।
এবার আগা-মাথা কিছু না ভেবেই। গতদিন নিয়ে নিলাম ক্যানন এর এসএক্স-২১০। অপেক্ষায় আছি সে কখন এটা চাইবে। চাওয়ার আগমূহুর্ত পর্যন্ত এটা ব্যবহারের কিছু কৌশল জানা উচিত। যেন তাকে দেবার সময় ফটুক তোলার মূল্যবান কৌশলগুলোও বলে দিতে পারি। তাই আগে আমারই শেখা উচিত কৌশলগুলো।
আর এজন্যই ফটুক তোলা অ-বিজ্ঞ ভাইদের কাছে অনুরোধ। দেন না দু’একটা শলা-পরামর্শ। যেমন- এটা দিয়ে কার ফটুক তুলব। কখন তুলব। কোথায় গিয়ে তুলব। যার ফটুক তুলব তার ড্রেস কেমন হতে হবে। তার চেহারা-সুরত কেমন হতে হবে। গ্লাস কী মাথায় পরবে নাকী ঘাড়ে পরবে। ভরা পেটে নাকী খালী পেটে আসতে বলব। তাকে কী খেয়ে আসতে বলব। ইত্যাদি ইত্যাদি. . .। বিভিন্ন পরামর্শ দিয়ে প্লীজ আমাকে সাহায্য করুন।
Click This Link
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




